বাজারমূল্যে ফেসবুকের নতুন রেকর্ড

Rate this item
(7 votes)

বাজারমূল্যের দিক থেকে নতুন রেকর্ড গড়েছে বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুকের বর্তমান বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৪৫ বিলিয়ন মার্কিন ডলারে। আর এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টকে অতিক্রম করেছে সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি।

গতকাল ফেসবুকের শেয়ারের মূল্য ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্যে উন্নীত হয়। আর এর ফলে ফেসবুকের সামগ্রিক বাজারমূল্য বৃদ্ধি পেয়ে প্রায় ২৪৫ বিলিয়ন ডলারে এসে দাঁড়ায়। প্রতিষ্ঠার মাত্র ১০ বছরের মাথায় এমন সাফল্য সত্যিই অভাবনীয়। যদিও ওয়াল স্ট্রিটে ফেসবুক নিবন্ধিত হয় ২০১২ সালে।

চলতি বছর ফেসবুকের শেয়ারের মূল্য এখন পর্যন্ত ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মাত্র একদিন আগেই ফেসবুকে ইন্টারঅ্যাক্টিভ মোবাইল ভিডিও চালুর পরিকল্পনার কথা জানানো হয়। আর ঘোষণাকে সামনে রেখেই শেয়ারের মূল্য ৩ শতাংশ বৃদ্ধি পায় বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুক শীর্ষস্থানে চলে যাওয়ায় দ্বিতীয় স্থানে নেমে এসেছে ওয়ালমার্ট। ১৯৬২ সালে যাত্রা শুরু করা ওয়ালমার্টের বর্তমান বাজারমূল্য ২৩৫ বিলিয়ন ডলার। বিভিন্ন কারণে এ বছর এখন পর্যন্ত প্রায় ১৫ শতাংশ কমেছে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য।

ফেসবুকের সামনে এখন হাতছানি দিচ্ছে ২৬০ বিলিয়ন ডলার বাজারমূল্যের জেপি মর্গানকে অতিক্রমের সম্ভাবনা। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণে সময় লাগতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

0 awesome comments!

Latest from Super User

Scroll to Top