0 awesome comments!
পৃথিবীর সবচেয়ে ছোট হোটেল!
জর্দানের এক বেদুঈন মোহাম্মদ আল মালহিম। ৬৪ বছর বয়সী মালহিম তার এলাকায় আবু আলী নামে সমধিক পরিচিত।
তবে বিচিত্র এই বিশ্বে তার আরও একটি পরিচয় আছে। পৃথিবীর সবচেয়ে ছোট হোটেলের মালিক তিনি! এমনটাই দাবি মালহিমের। জানা গেছে, ইঞ্জিন বসে যাওয়ার পর নিজের গাড়িটাকেই হোটেল বানিয়ে নিয়েছেন মালহিম। রাস্তার পাশে গাড়ি হোটেল নিয়ে খদ্দেরের আশায় বসে থাকেন তিনি। আয়-রোজগারও খুব একটা খারাপ হয়না। পর্যটকরা কৌতুহলী হয়েই আসেন তার গাড়ি হোটেলে।
মালহিমের দাবি, তার এই গাড়ির আবাস পৃথিবীর সবচেয়ে ছোট হোটেল। তবে যে কেউ তার এই কিম্ভূত হোটেলে থেকে পাঁচ তারকা হোটেলের ছোঁয়া পাবেন।
আবু আলীর গাড়ি হোটেলে রঙিন বিছানার চাদর আর বালিশে রয়েছে স্থানীয় ঐহিত্যের এমব্রয়ডারির কাজ।
তার মেয়ের হাতে তৈরি আসবাবও আছে। এছাড়া, পাশেই এক গুহায় হোটেল লবি তৈরি ইচ্ছা আছে তার। সেই লবিতে তিনি চা-কফি ও জর্দানের ঐতিহ্যবাহী স্ন্যাকসের ব্যবস্থা রাখবেন। তার হোটেলে এক সঙ্গে কেবল দু’জন অতিথি ঘুমাতে পারেন। এক রাতের জন্য ভাড়া প্রায় ৬ হাজার টাকা।
উল্লেখ্য, জর্ডানের মরুভূমিতে আল জাভা নামে যে গ্রামে তার বাড়ি তার কাছে রয়েছে ১২ শতকের এক প্রাচীন দুর্গ। তাই ওই এলাকায় পর্যটক সমাগমও বেশী।
তবে বিচিত্র এই বিশ্বে তার আরও একটি পরিচয় আছে। পৃথিবীর সবচেয়ে ছোট হোটেলের মালিক তিনি! এমনটাই দাবি মালহিমের। জানা গেছে, ইঞ্জিন বসে যাওয়ার পর নিজের গাড়িটাকেই হোটেল বানিয়ে নিয়েছেন মালহিম। রাস্তার পাশে গাড়ি হোটেল নিয়ে খদ্দেরের আশায় বসে থাকেন তিনি। আয়-রোজগারও খুব একটা খারাপ হয়না। পর্যটকরা কৌতুহলী হয়েই আসেন তার গাড়ি হোটেলে।
মালহিমের দাবি, তার এই গাড়ির আবাস পৃথিবীর সবচেয়ে ছোট হোটেল। তবে যে কেউ তার এই কিম্ভূত হোটেলে থেকে পাঁচ তারকা হোটেলের ছোঁয়া পাবেন।
আবু আলীর গাড়ি হোটেলে রঙিন বিছানার চাদর আর বালিশে রয়েছে স্থানীয় ঐহিত্যের এমব্রয়ডারির কাজ।
তার মেয়ের হাতে তৈরি আসবাবও আছে। এছাড়া, পাশেই এক গুহায় হোটেল লবি তৈরি ইচ্ছা আছে তার। সেই লবিতে তিনি চা-কফি ও জর্দানের ঐতিহ্যবাহী স্ন্যাকসের ব্যবস্থা রাখবেন। তার হোটেলে এক সঙ্গে কেবল দু’জন অতিথি ঘুমাতে পারেন। এক রাতের জন্য ভাড়া প্রায় ৬ হাজার টাকা।
উল্লেখ্য, জর্ডানের মরুভূমিতে আল জাভা নামে যে গ্রামে তার বাড়ি তার কাছে রয়েছে ১২ শতকের এক প্রাচীন দুর্গ। তাই ওই এলাকায় পর্যটক সমাগমও বেশী।
Published in
Khobor Tobor

ইংল্যান্ডের লিঙ্কনশায়ার কাউন্টির এক দম্পতি দু বছরে দুইবার এক মিলিয়ন…
অতিরিক্ত রোমান্টিক হওয়ার ফল এমনও হয়! অতিরিক্ত রোমান্টিকতার ফলস্বরূপ স্বামীর…
লন্ডনের এসেক্সের বাসিন্দা ২৪ বছরের নারী মাইকেলা ইগান। কয়েকদিন আগেই…
সমাজের উচ্চবর্গের মানুষ ঘোড়ায় চয়ে বিয়ে করতে পারবে আর নিম্নবর্গের…
তিনি নাইজেরিয়ার সরকারি এক আমলা। বাড়ির ড্রাইভারের সঙ্গে স্ত্রীর অবৈধ… 