0 awesome comments!
যৌন হেনস্থার কথা জানালেন পণ্ডিত রবিশঙ্করের মেয়ে আনুশকা
সোশ্যাল মিডিয়ায় নিজেদের জীবনের যৌন হেনস্থার কথা নিয়ে সম্প্রতি সরব হয়েছেন একের পরে এক তারকা। ‘মি টু’ হ্যাশট্যাগে এবার মুখ খুললেন আনুশকা শঙ্কর।
কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের মেয়ে সোশ্যাল মিডিয়াতে জানালেন, কিভাবে তার এক শিক্ষক তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। আনুশকা জানিয়েছেন, ১৪ বছর বয়সে একজন শিক্ষকের কাছ থেকে কুপ্রস্তাব পাওয়ার ঘটনা তিনি কোনওদিন ভুলতে পারবেন না।
আনুশকা বলেন, "ওই শিক্ষককে আমি ভীষণ শ্রদ্ধা করতাম। উনি আমাকে বাড়িতে সঙ্গীত শেখাতে আসতেন। একদিন উনি আমাকে বলেন, আমি যদি তার ঘরে যাই, তাহলে তিনি আমাকে বিশেষ সুযোগ দেবেন। বিশেষ সুযোগ বলতে যে তিনি কী বুঝিয়েছিলেন, সেটা বুঝতে আমার বাকি ছিল না। তখন কোনও প্রতিবাদ না করলেও চার বছর পরে আমি এই ঘটনার প্রতিবাদ করি। "
এর বাইরেও এক আত্মীয়ের হাতে যৌন নির্যাতনের কথা খোলামেলা ভাবে জানিয়েছেন আনুশকা। আরও জানিয়েছেন নিউ ইয়র্কে যৌন হেনস্থার কথা।
তিনি বলেন, ‘আমাকে অনেক জায়গায় যেতে হয়। ভিআইপি হিসাবে আমি বিশেষ নিরাপত্তা পাই। কিন্তু যারা ভিআইপি নন, তাদের নিরাপত্তার কী হবে। দরকার সমাজের দৃষ্টি ভঙ্গি বদলানো। ’
কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের মেয়ে সোশ্যাল মিডিয়াতে জানালেন, কিভাবে তার এক শিক্ষক তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। আনুশকা জানিয়েছেন, ১৪ বছর বয়সে একজন শিক্ষকের কাছ থেকে কুপ্রস্তাব পাওয়ার ঘটনা তিনি কোনওদিন ভুলতে পারবেন না।
আনুশকা বলেন, "ওই শিক্ষককে আমি ভীষণ শ্রদ্ধা করতাম। উনি আমাকে বাড়িতে সঙ্গীত শেখাতে আসতেন। একদিন উনি আমাকে বলেন, আমি যদি তার ঘরে যাই, তাহলে তিনি আমাকে বিশেষ সুযোগ দেবেন। বিশেষ সুযোগ বলতে যে তিনি কী বুঝিয়েছিলেন, সেটা বুঝতে আমার বাকি ছিল না। তখন কোনও প্রতিবাদ না করলেও চার বছর পরে আমি এই ঘটনার প্রতিবাদ করি। "
এর বাইরেও এক আত্মীয়ের হাতে যৌন নির্যাতনের কথা খোলামেলা ভাবে জানিয়েছেন আনুশকা। আরও জানিয়েছেন নিউ ইয়র্কে যৌন হেনস্থার কথা।
তিনি বলেন, ‘আমাকে অনেক জায়গায় যেতে হয়। ভিআইপি হিসাবে আমি বিশেষ নিরাপত্তা পাই। কিন্তু যারা ভিআইপি নন, তাদের নিরাপত্তার কী হবে। দরকার সমাজের দৃষ্টি ভঙ্গি বদলানো। ’
Published in
Banglatainment