0 awesome comments!
কঙ্গনার স্বপ্নের পুরুষ এখনও সেই
হৃত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ গেছে অনেক আগেই, কিন্তু এখনও মন থেকে সুপারস্টারকে মুছতে পারেননি বলিউডের 'ক্যুইন' খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাদের দু'জনের মধ্যকার সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি। তারপর হৃত্বিকের প্রতি কঙ্গনার ভালোবাসা এখনও প্রকাশ পাচ্ছে।
তবে এবার বেফাঁস মন্তব্য বা আইনি নোটিস বা নগ্ন ছবি প্রকাশের অভিযোগ নয়, এবার যেন প্রেম নিয়ে বেশ কিছুটা আকুলই শোনা গেল কঙ্গনার মুখে। তবে হৃত্বিকের নাম না নিলেও বলিউড সুপারস্টারের জন্য ভালবাসার মোহ যে এখনও তাঁর চোখে আবেশ ছড়িয়ে রেখেছে, বলিউড ‘কুইন’-এর বক্তব্য থেকেই তা আবারও স্পষ্ট।
জি নিউজের খবর, সম্প্রতি করণ জহরের সঙ্গে একটি টেলিভিশন শো-এর মঞ্চে হাজির হন কঙ্গনা। সেখানে তাঁর ‘লাভলাইফ’ নিয়ে জিজ্ঞাসা করা হলে, কঙ্গনা বলেন, ‘আমার ভালবাসার গল্প তো সব প্রত্রিকার পাতায় ছাপা হয়েছে। ভালবাসার মানুষের চোখে আমার ঈশ্বর দেখেছি, সেখানে কোনো আলোও যেমন ছিল না, তেমনি আঁধারও ছিল না, জানি না সেখানে কী দেখেছি আমি’।
তবে এবার বেফাঁস মন্তব্য বা আইনি নোটিস বা নগ্ন ছবি প্রকাশের অভিযোগ নয়, এবার যেন প্রেম নিয়ে বেশ কিছুটা আকুলই শোনা গেল কঙ্গনার মুখে। তবে হৃত্বিকের নাম না নিলেও বলিউড সুপারস্টারের জন্য ভালবাসার মোহ যে এখনও তাঁর চোখে আবেশ ছড়িয়ে রেখেছে, বলিউড ‘কুইন’-এর বক্তব্য থেকেই তা আবারও স্পষ্ট।
জি নিউজের খবর, সম্প্রতি করণ জহরের সঙ্গে একটি টেলিভিশন শো-এর মঞ্চে হাজির হন কঙ্গনা। সেখানে তাঁর ‘লাভলাইফ’ নিয়ে জিজ্ঞাসা করা হলে, কঙ্গনা বলেন, ‘আমার ভালবাসার গল্প তো সব প্রত্রিকার পাতায় ছাপা হয়েছে। ভালবাসার মানুষের চোখে আমার ঈশ্বর দেখেছি, সেখানে কোনো আলোও যেমন ছিল না, তেমনি আঁধারও ছিল না, জানি না সেখানে কী দেখেছি আমি’।
Published in
Banglatainment

চলতি বছরের ১৯ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত আকাশে সূর্য…
ছোট্ট একটি মেয়ে। মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন চিড়িয়াখানায়। সেখানে মেয়েটা…
এই বিমান-বিলাস সারা জীবন মনে থাকবে মিয়ানমারের এক গর্ভবতী মহিলার।…
বিয়ে করার আগে কত বাদ বিচার তো হামেশাই হয়। নতুনত্ব…
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে কিশোর ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক… 