সেলফি তুললে জরিমানা
সেলফি তুলতে গিয়ে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের ১৬টি এলাকায় সেলফি তোলা নিষিদ্ধ ঘোষণা করেছে মুম্বাই পুলিশ। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বেলফাস্ট টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সাগরের তীর ঘেঁষা যেসব পর্যটন এলাকায় কোনো রেলিং নেই ওই এলাকাগুলোই মূলত নিষেধাজ্ঞার আওতাভুক্ত। মুম্বাই পুলিশের কর্মকর্তা ধনঞ্জয় কুলকার্নি জানিয়েছেন, নিষিদ্ধঘোষিত এলাকাগুলোয় সেলফি তুললে ১২শ' রুপি জরিমানার বিধান রাখা হয়েছে। নিষেধাজ্ঞার পাশাপাশি পুলিশ বিভিন্নস্থানে সচেতনমূলক প্রচারণাও চালাবে। প্রসঙ্গত, ২০১৪ সালে সেলফি তুলতে গিয়ে ভারতে মোট ১৯ জন লোক মারা যায়।
চলতি মাসের শুরুতে নাশিক শহরে ঝর্ণার কাছে দাঁড়িয়ে সেলফি তোলার সময় এক ছাত্র পানিতে ডুবে মারা যায়। গত মাসে মুম্বাইয়ে পর্যটকদের কাছে জনপ্রিয় ব্যান্ডস্টান্ড দুর্গের সামনে ১৮ বছরের এক তরুনী সেলফি তোলার সময় সাগরে ডুবে মারা যায়।