পা দিয়ে আকাশ স্পর্শ
তার পাগুলো সর্বাপেক্ষা বড়। সাধারণত চীনারা উচ্চতায় খাটো হন, স্বাভাবিকভাবে তাদের পা দুটো খাটোই হয়। কিন্তু ২০ বছর বয়সী চীনের জনপ্রিয় মডেল ডং লির উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি। আর পা প্রায় চার ফুট।
তরুণী ডংয়ের পরিবারে সবাই লম্বা। তার বাবার উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি আর মা ৫ ফুট ৭ ইঞ্চি লম্বা। মডেলিংয়ে আসার আগে তিনি শিক্ষিকা হওয়ার জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন। কিন্তু ছোটো ছোটো শিশুদের সামনে তিনি ছিলেন চীনের প্রাচীরে মতো লম্বা। সাত বছরের শিশুরা ছিল তার হাঁটুর অনেক নিচে।
খাটো চীনাদের মধ্যে এই উচ্চতা নিয়ে ক্রমশ তামাশার পাত্রী হয়ে উঠছিলেন ডং লি। হতাশায় ভুগছিলেন তিনি। কিন্তু মা-বাবার প্রেরণায় বেইজিংয়ের একটি মডেলিং প্রতিযোগিতায় নাম লেখান। সেখানে অংশ নিতে গিয়ে মন কেড়ে নেন ডং। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে এখন তিনি পুরোদস্তুর মডেল। চীনের এই সুপার মডেলকে নিয়ে এখন আর কেউ তামাশা করে না, বরং আদর করে ডং সকলে "তুই তুই" বলে ডাকে। এর বাংলা অর্থ করলে দাঁড়ায় "লম্বা পা"।