ভাঙা আইফোন কিনে নেবে অ্যাপল

Rate this item
(1 Vote)

ব্যবহারকারীদের কাছ থেকে ভাঙা আইফোন নগদ পয়সায় কিনে নেবে অ্যাপল। এর আগে পুরোনো আইফোনের বদলে বাকিতে নতুন আইফোন কেনার সুযোগ দিতো অ্যাপল।
পুরোনো ফোন কেনার ক্ষেত্রে অ্যাপলের শর্ত ছিল সেটের স্ক্রিন অক্ষত এবং বাটন ঠিক থাকতে হবে। আর তাহলেই তা ব্যবহারকারীদের কাছ থেকে নগদ মূল্যে কিনে নিত অ্যাপল।
তবে নতুন ঘোষণায় তারা জানিয়েছে, আইফোন ৫ এবং এর পরের সব মডেলের ক্ষেত্রে ভাঙা আইফোন অ্যাপলের কাছেই বিক্রি করতে পারবেন ব্যবহারকারীরা। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।
অ্যাপল কর্তৃপক্ষের আশা, এর ফলে অনেকেই পুরোনো আইফোনের বদলে নতুন আইফোন হাতে তুলে নেবেন।

প্রতিবছরই নতুন মডেলের আইফোন বাজারে ছাড়ে অ্যাপল।
মুনাফা ধরে রাখতে আইফোনের বিক্রির দিকেই তাকিয়ে থাকতে হয় অ্যাপলকে। কারণ অ্যাপলের আয়ের দুই-তৃতীয়াংশই আসে আইফোন বিক্রি থেকে।
এ বছর মুক্তি পেতে পারে দুটি আইফোন। ‘আইফোন ৫এসই’ এবং ‘আইফোন ৭’ মডেল দুটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন আইফোনপ্রেমীরা।
ব্যবহারকারীদের কাছ থেকে ভাঙা স্ক্রিন ও বাটনওয়ালা আইফোন কিনতে সর্বোচ্চ ৩৫০ মার্কিন ডলার খরচ করে অ্যাপল।
আর নষ্ট আইফোন ৫এস-এর বিনিময়ে ৫০ ডলার, আইফোন ৬-এর বিনিময়ে ১৫০ ডলার ও আইফোন ৬প্লাসের জন্য ২০০ ডলার দেবে তারা।

0 awesome comments!

Latest from Super User

Scroll to Top