কনডম কিনতে লম্বা লাইন, দাম আকাশছোঁয়া

Rate this item
(1 Vote)

তেলের দরপতন হওয়ায় ভেনেজুয়েলায় আকাশ ছুঁয়েছে কনডমের দাম। ৩৬ পিসের একটি কনডমের প্যাকেটের দাম উঠেছে ৭৫৫ মার্কিন ডলার। আর এটি সংগ্রহ করতেও দিতে হচ্ছে লম্বা লাইন।

বলা হচ্ছে, তেলের দাম হঠাৎ করে কমে যাওয়াতে এ সংকট সৃষ্টি হয়েছে ভেনেজুয়েলাতে। দেশটির মোট অর্থনীতির ৯৫ শতাংশই তেলের উপর নির্ভরশীল। কিন্তু তেলের অস্বাভাবিক দরপতনের কারনে ভেনেজুয়েলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ অনেকটাই বন্ধ হয়ে গেছে। সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারনে ঔষধ, চিনি, মাংসের মত নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতেও হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।

বর্তমানে ভেনেজুয়েলায় ৩৬ প্যাকের এক প্যাকেট ট্রোজান কনডমের দাম ৭৫৫ মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রে যেটার দাম এখন মাত্র ২১ মার্কিন ডলার।

৩১ বছরের যুবক জনাথন মানটিলা বলেন, এখানে কনডমের এতই সংকট যে, সেটা কিনতে রীতিমত লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। দামও বেশি।

এ পরিস্থিতিতে দেশটিতে এইচআইভিসহ যৌন সংক্রামক ব্যধি ব্যাপকহারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশসমূহের মধ্যে ভেনেজুয়েলাতে এইচআইভি আক্রান্তের হার সবচেয়ে বেশি। দেশটিতে অপ্রাপ্তবয়স্ক গর্ভধারণও সবচেয়ে বেশি। দেশটিতে আবার গর্ভপাতও নিষিদ্ধ। তাই কনডমের এ আকাশছোঁয়া দাম ভাবিয়ে তুলেছে কর্তাদের।

0 awesome comments!
Scroll to Top