গুলিবিদ্ধ হয়েও সেলফি!
কেউ আহত হলে বা মুমূর্ষু অবস্থা হলে হাসপাতালে যাওয়ার চিন্তা করাটাই স্বাভাবিক। কিন্তু কেউ যদি একের পর এক সেলফি তুলে আর তা অনলাইনে পোস্ট করে তবে তা অবিশ্বাস্য বৈকি। হ্যা, এমনটিই ঘটেছে যুক্তরাষ্ট্রে।
২০ বছর বয়সী মার্কিন শিক্ষার্থী ইসাক মার্টিনেজ গুলিবিদ্ধ অবস্থায় একের পর এক সেলফি তুলে অনলাইনে দিয়েছেন। গত বুধবার অ্যারিজোনা অঙ্গরাজ্যে এক হামলায় গুলিবিদ্ধ হন তিনি। এরপর চিকিৎসকের কাছে যাওয়ার চেষ্টা না করে একের পর এক রক্তাক্ত ছবি অনলাইনে পোস্ট করেন তিনি। ওই ছবিতে তাঁকে কাঁধে গুলিবিদ্ধ অবস্থায় দেখা যায়। অ্যারিজোনার ওই হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত হন, আহত হন আরও পাঁচজন। ইসাক ওই আহত ব্যক্তিদের একজন। এরপর একের পর রক্তাক্ত ও হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেন তিনি। এমনকি হাসপাতালের বিছানায় শুয়েও বেশ কয়েকটি ছবি পোস্ট করেন তিনি।
অনলাইনে দেওয়া ছবির সঙ্গে ইসাক লেখেন, ‘একটু এদিক সেদিক হলে আমার ধমনি ফুটো হয়ে যেত।’ এ ছাড়া হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও নিজের অবস্থা নিয়ে বেশ কয়েকটি ছবি দেন তিনি। তাতে লেখেন ‘আমি আনন্দিত খুব বেশি ক্ষতি হয়নি, আরও বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত।’ এদিকে হামলার ঘটনায় জড়িত সন্দেহে রায়ান গিরক্স নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।