ভূমিক‌ম্পের পর নিরাপ‌দ কি না জানা‌তে ফেসবু‌ক ফিচার

Rate this item
(1 Vote)
প্রতিটি ভূমিক‌ম্পে হতাহতের ঘটনা ঘটে। এতে উদ্বিগ্ধ হয়ে পড়েন অনেকে। আর একথা মাথায় রেখে ফেসবুক ব্যবহারকারীরা নিরাপ‌দে অা‌ছেন কি না, তার জন্য এক‌টি ফিচার চালু ক‌রে‌ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামা‌জিক যোগা‌যো‌গ মাধ্যমটি।

'সেফ‌টি চেক' না‌মে ফিচার‌টির মাধ্য‌মে ম্যা‌সেজ ব‌ক্সে স্বয়ং‌ক্রিয়ভা‌বে বার্তা চ‌লে অাস‌ছে অাপ‌নি নিরাপদ কিনা।

এরপর ই‌য়েস বাট‌নে ক্লিক কর‌লেই দেখা‌চ্ছে অা‌পনি নিরাপদ। এছাড়া বন্ধুরা কারা কারা নিরাপ‌দে রয়েছেন তাও দেখো‌চ্ছে ফিচার‌টি।

বুধবার রা‌তে ৬ দশ‌মিক ৯ মাত্রার ভূ‌মিক‌ম্পে কেঁ‌পে উঠে রাজধানী সারাদেশ। এরপরই ফিচারটি চালু করে ফেসবুক।
0 awesome comments!

Latest from Super User

সর্বাধিক পঠিত

Scroll to Top