নগ্ন হয়ে সিংহের খাঁচায় ঝাঁপ, অতঃপর…

Rate this item
(1 Vote)
প্রথমে দর্শনার্থী হয়ে চিড়িয়াখানায় প্রবেশ। তারপর নগ্ন হয়ে সিংহের খাঁচায় ঝাঁপ! আত্মহত্যা ছাড়া এমন সাহস কি কারও হতে পারে। ঠিক ধরেছেন। আত্মহত্যা করার জন্যই ওই যুবক সিংহের খাঁচায় ঝাঁপ দেন।

এরপর যা হওয়ার তাই হলো। মুহূর্তের মধ্যে হিংস্র রূপ ধারণ করে সিংহগুলো। ক্ষত-বিক্ষত ওই যুবককে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় দুটি সিংহকেও প্রাণ দিতে হয়েছে। খবর ডেইলি মেইলের। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে ফ্রানকো লুইজ ফেরাডে রোমান (২০) নামের ওই যুবক প্রাচীর ভেঙে সিংহের খাঁচায় প্রবেশ করে।

এরপর সিংহগুলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। তবে যুবকটিকে প্রথমে সিংহগুলো আক্রমণ করেনি। প্রথমে খেলতে থাকে। তারপর হঠাৎ করেই আক্রমণ করে। এতে মারাত্মকভাবে আহত হন ওই যুবক। গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে, হামলার একটা পর্যায়ে চিড়িয়াখানার রক্ষীরা তাকে বাঁচাতে সিংহগুলোকে গুলি করতে বাধ্য হয়।

এতে দুটি সিংহ মারা যায়। মেট্রোপলিটন পার্ক পরিচালক মাওরিকো ফাব্রি বলেন, রোমান মারা যাওয়ার আগে তার কাপড়ে সুইসাইড নোট লিখে গিয়েছিলেন। চিড়িয়াখানার পরিচালক আলেজান্দ্রা মন্তালিভ ডেইলি মেইলকে বলেন, দু'টি সিংহ মারা যাওয়ায়, তাদের অনেক ক্ষতি হলেও মানুষকে বাঁচানোর জন্যই তারা এই ঝুঁকি নিয়েছিলেন।
0 awesome comments!
Scroll to Top