ঠোঁট নাড়ানো দেখেই কথা শনাক্ত করবে যে প্রযুক্তি

Rate this item
(1 Vote)
মানুষের ঠোঁট নাড়াচাড়া দেখে তারা কি বলছেন তা জানা যাবে এমন প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার গবেষকরা এমন দাবি করেছেন। বিজ্ঞানীদের উদ্ভাবিত এই ‘লিপ রিডিং’ বা মানুষের ঠোঁট নাড়াচাড়া দেখে কথা শনাক্ত করার প্রযুক্তিটি অপরাধ এবং সন্ত্রাসবাদের মোকাবেলায় সহায়ক হবে।

উদাহরণ হিসেবে তারা বলছেন, মানুষের কথা বলার দৃশ্য যদি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, তাহলে সেই ফুটেজ বিশ্লেষণ করে এ প্রযুক্তির মাধ্যমে তারা কী বলেছেন তা বুঝা যাবে। অভিনব এই প্রযুক্তি সাংবাদিকদেরও কাজে লাগবে বলে জানিয়েছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনেও এই প্রযু্ক্তি সহায়ক হবে বলে আশা করছেন তারা।
0 awesome comments!

Latest from Super User

Scroll to Top