নারী নিরাপত্তায় অ্যাপ আনছে ভারত সরকার

Rate this item
(1 Vote)

নারী নিরাপত্তায় এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারত সরকার। একটি নতুন অ্যাপ আনতে চলেছে সরকার। ইন্দ্রপ্রস্থ ইনফরমেশন টেকনোলজিতে তৈরি হচ্ছে সেই অ্যাপ। এখনও পর্যন্ত নামকরণ করা হয়নি। আগামী ২৫ নভেম্বর ওই অ্যাপ চালু হবে।

এই অ্যাপে নারীরা বিপদের সম্ভাবনা দেখলেই অভিযোগ জানাতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে পৌঁছে যাবে ওই নারীর নাম, নম্বর, অবস্থান সহ একাধিক তথ্য। নির্ভয়া-কা-কে মাথায় রেখেই এই অ্যাপ আনা হচ্ছে। এই অ্যাপ সঠিকভাবে ব্যবহার করা হলে নারীদের বিপদে সহজেই সাহায্য পৌঁছে যাবে বলে জানানো হয়েছে।

0 awesome comments!
Last modified on Saturday, 24 January 2015 12:25

Latest from Super User

সর্বাধিক পঠিত

Scroll to Top