মহিলার জীবন বাঁচিয়ে দিল অন্তর্বাস

Rate this item
(2 votes)

এও কি সম্ভব! গুলি লাগল গায়ে তার পরেও জীবিত এক ৪১ বছরের মহিলা। এমনই ঘটনা ঘটেছে জার্মানিতে। কী করে গুলি লাগার পরেও বেঁচে গেলেন মহিলা? জানা গেছে, মহিলার জীবন দানের পিছনে রয়েছে তাঁর অন্তর্বাস।

সূত্রের খবর, নিজের স্বামীর সঙ্গে বাইকে করে জার্মানির গাদেবুচ শহর দিয়ে যাচ্ছিলেন ওই মহিলা। সেই সময়ই শূকর শিকারের কাজ চলছিল। শূকরকে লক্ষ্য করে চালানো গুলি এর পর মহিলার গায়ে এসে লাগে। কিছুক্ষণ পরেই মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা।

বুকের যন্ত্রণায় কাতরাতে থাকা মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তারেরা জানান যে তাঁর বুকে গুলি গেয়েছে। তবে তিনি সম্পূর্ণ নিরাপদ। মহিলার জীবন বাঁচিয়ে দিয়েছে তাঁর অন্তর্বাস। অন্তর্বাসের তলায় থাকা মেটাল বডিই গুলি ঘুরিয়ে দিয়েছে। জীবন ফিরে পাওয়ার পর মহিলার স্বামী গুলি চালানো ব্যক্তির নামে থানায় মামলা করেছেন। অবাক করা এই ঘটনাটি প্রকাশ পেয়েছে জার্মানির কাগজ Gadebusch-Rehnaer Zeitung-এ।

0 awesome comments!
Scroll to Top