আত্মহত্যা থেকে বাঁচাবে অ্যাপ!

Rate this item
(1 Vote)

বিজ্ঞান প্রতিনিয়তই নিত্য নতুন চমক হাজির করছে। এবার এমনই এক অ্যাপ আনল সামাজিক যোগাযোগ মাধ্যম ট্যুইটার যা আত্মহত্যা থেকে বাঁচিয়ে দিতে পারবে ব্যবহারকারীকে। সেটা কী করে? উত্তর হলো- অ্যাপটি ডাউনলোড থাকলে আপনি আত্মহত্যাপ্রবণ কোন কথা লিখে ট্যুইট করলেই সেই খবর পৌঁছে যাবে আপনার আত্মীয় ও বন্ধুদের কাছে।

অ্যাপটির নাম দেওয়া হয়েছে 'সামারিটানস র‍্যাডার'। 'সামারিটানস' নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই অ্যাপটি তৈরি হয়েছে। এই অ্যাপ প্রত্যেকে ডাউনলোড করতে পারবেন। তারা যাদের ফলো করেন, তাদের সম্পর্কে তথ্য চলে আসবে এই অ্যাপের মাধ্যমে। এই অ্যাপ বেশ কিছু শব্দ বা বাক্য চিহ্নিত করতে পারবে যাতে আত্মহত্যা প্রবণতার কথা প্রকাশ পায়, যেমন ‘হেল্প মি’, ‘হেট মাইসেল্ফ’, ‘বিইং অ্যালন’ ইত্যাদি। এই ধরনের কোনও ট্যুইট হলেই ই-মেলের মাধ্যমে সেই বার্তা পৌঁছে যাবে বন্ধুদের কাছে। সেখান থেকে ট্যুইটারে লগ ইন করলেই দেখা যাবে ওই ট্যুইটটি।

0 awesome comments!
Last modified on Saturday, 24 January 2015 12:28

Latest from Super User

Scroll to Top