দেড় কিলোমিটার রিকশা ভাড়া ২৫ হাজার টাকা!
২০৬ পাউন্ড অথবা ৩১৮ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৫ হাজার টাকা। এটি কোনো পোশাকের দাম না কিংবা কোনো বিদেশি মোবাইলের দামও নয়। আপনাকে ২৫ হাজার টাকা গুণতে হবে যদি আপনি লন্ডনে গিয়ে রিকশায় উঠতে চান। তাও আবার মাত্র দেড় কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য।
অবাক হলেন নিশ্চয়! যদিও ন্যায্য ভাড়া এমন নয়, তারপরও লন্ডন শহর বেড়াতে যাওয়া পর্যটকদের কাছ থেকে অক্সফোর্ড সার্কাস থেকে মার্বেল আর্ক যাওয়ার জন্য এই অবিশ্বাস্য ভাড়া দাবি করছেন এক রিকশা চালক। তবে হতবুদ্ধি সেই পর্যটক রিকশা চালকের হাতে ভাড়ার টাকা তুলে দেওয়ার আগেই কয়েকজন ট্যাক্সি চালক একসঙ্গে মিলে সেই রিকশাওয়ালাকে পাকড়াও করেন। তারা জানতে চান এই অবৈধ ভাড়া কোন সাহসে সে দাবি করে? এই কাজের সাফাই দিতে গিয়ে সেই রিকশা চালক জানান, তার কাছে বৈধ প্রাইস লিস্ট আছে। ট্যাক্সিচালকরা বলেন, অক্সফোর্ড সার্কাস থেকে মার্বেল আর্ক যাওয়ার জন্যে তারা নেন মাত্র ৭ পাউন্ড।
এই তর্কাতর্কির ভিডিওটি দেখে ওয়েস্টমিনিস্টার সিটি কাউন্সিল তাদের সরকারি ওয়েবসাইটে একটি বিবৃতিতে দিয়েছে। কাউন্সেলর রিচার্ড বেডো জানিয়েছেন, ভিডিওটিতে উদ্ধত রিকশাচালকটির সাহস দেখে তারা বাকরুদ্ধ। এই কারণেই তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন লন্ডন শহরের রাস্তায় রিকশার উপরে আরও বেশি বিধি-নিষেধ আরোপ করার পক্ষে।
এতে একদিকে যেমন পর্যটকদের ঠগদের হাত থেকে বাঁচানো যাবে, অন্যদিকে রাস্তার ভিড়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। লন্ডনে রিকশা নিয়ে এই সমস্যা আজকের নয়। তবে যত দিন যাচ্ছে তত বাড়ছে এদের দৌরাত্ম্য। বিষয়টি নিয়ে মেয়র বরিস জনসন এতটাই বিরক্ত যে লন্ডনের রাস্তায় তিনি রিকশা বন্ধ করে দেওয়ার কথাও ভাবছেন।