'ফাইন্ডফেস' অ্যাপ

Rate this item
(2 votes)
ছবি দেখে কারো পরিচয় জানা যাবে! হ্যাঁ, সত্যিই! এমনই একটি অ্যাপ রাশিয়ায় চালু হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা মানুষের ছবি তুলে তার পরিচয় জানতে চাওয়া হলে তা ৭০ শতাংশ সঠিক হচ্ছে। রাশিয়ার জনপ্রিয় সোশাল মিডিয়া 'ভনতাকতি'তে থাকা অংসখ্য মানুষের চেহারার সঙ্গে অ্যাপটি ক্যামেরায় তোলা চেহারা মেলায়। তারপর ওই মানুষটির বিস্তারিত বের করে আনে। এই সোশাল মিডিয়ায় ২০০ মিলিয়ন মানুষের অ্যাকাউন্ট রয়েছে।

আপনি রাস্তায় হাঁটছেন এবং কেউ গোপনে আপনার ছবি তুলে সোশাল মিডিয়া থেকে প্রোফাইলটি বের করে ফেললো। এমন ঘটলে মানুষের গোপনীয়তা বলতে আর কিছুই থাকে না। অ্যাপটি চালুর অল্প সময়ের মধ্যে ফাইন্ডফেস পেয়েছে ৫ লাখ ব্যবহারকারী। এখানে ৩০ লাখ বার সার্চ দেওয়া হয়েছে। অ্যাপটির নির্মাতা ২৬ বছর বয়সী আর্তেম কুকহারেনকো এবং ২৯ বছর বয়সী আলেক্সান্দার কাবাকোভ। আর্তেম কম্পিউটারের পাগল। অল্প কথা বলেন। তিনিই বানিয়েছেন অ্যাপটির অ্যালগোরিদম।

ফাইন্ডফেস দারুন এক প্রযুক্তি। অন্যদিকে কাবাকোভে এর মাধ্যমে অর্থ উপার্জনের বিষয়টি নজরদারি করছেন। অন্যান্য 'ফেস রিকগনিশন প্রযুক্তি'র চেয়ে অনেক উন্নত এটি। তাদের অ্যালগোরিদম স্বল্প সময়ে বিশাল ডেটে ঘেঁটে সঠিকভাবে পরিচয় বের করে আনে। সাধারণ একটি কম্পিউটারে বসেও অ্যাপটির ব্যবহারে কোটি মানুষের ভেতর থেকে সঠিক মানুষটিকে চিহ্নিত করা যায়। একটি চেহারার সঙ্গে ১০ জন মানুষের চেহারা মিল থাকলেও সবচেয়ে সম্ভাব্যজনকে বের করে ফাইন্ডফেস।
0 awesome comments!

Latest from Super User

Scroll to Top