0 awesome comments!
৩ মিনিটেই পর্দা কাঁপালেন এই পর্নস্টার
তিনি প্রথম নন। তার আগে বলিউডে ছবি করেছেন বিখ্যাত পর্নস্টার সানি লিওন। কিন্তু তাও তার আগমন একটা আলাদা মাত্রা যোগ করছে বলিউডের ইতিহাসে। কারণ, পর্নস্টার মিয়া মালকোভার বলিউড ডেবিউ হচ্ছে বিখ্যাত বলিউড পরিচালক রাম গোপাল ভার্মার হাত ধরে। তার ছোট ছবি 'গড সেক্স অ্যান্ড ট্রুথ'-এ অভিনয় করছেন মিয়া।
কয়েকদিন আগে সেই ছবির পোস্টার রিলিজের সময়েই বলিউড জুড়ে শুরু হয়েছিল গুঞ্জন। সেই গুঞ্জনে কোনও কোনও বলিউড স্টার যোগ দিতেও ছাড়েননি।
কেন পর্নস্টারকে ছবিতে নিচ্ছেন রাম গোপাল, সেই নিয়েও কথা শুরু করেছিলেন কেউ কেউ। তবে বিতর্কে পরিচিত মুখ রাম গোপালের কিন্তু এসবে বিশেষ কিছু আসে যায়নি। বরং কিছুটা আত্মবিশ্বাসের সাথেই সম্পূর্ণ নগ্ন মিয়ার সাথে ছবি দিয়ে বানানো পোস্টার শেয়ার করেছেন।
রাম গোপাল তিনি জানিয়েছিলেন, ১৫ জানুয়ারি মুক্তি পাবে ছবির ট্রেলার। সেই কথা মতোই ১৫ তারিখ মুক্তি পেল ছবির তিন মিনিটের ট্রেলার। সেখানে সিগমুন্ড ফ্রয়েড থেকে শুরু করে দেহ চর্চার নানা কেতাবি আঙ্গিক ছুঁয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন রামগোপাল ভার্মা। মিয়াকে প্রায় পুরো ট্রেলারেই দেখা গেল সম্পূর্ণ নগ্নভাবে।
কয়েকদিন আগে সেই ছবির পোস্টার রিলিজের সময়েই বলিউড জুড়ে শুরু হয়েছিল গুঞ্জন। সেই গুঞ্জনে কোনও কোনও বলিউড স্টার যোগ দিতেও ছাড়েননি।
কেন পর্নস্টারকে ছবিতে নিচ্ছেন রাম গোপাল, সেই নিয়েও কথা শুরু করেছিলেন কেউ কেউ। তবে বিতর্কে পরিচিত মুখ রাম গোপালের কিন্তু এসবে বিশেষ কিছু আসে যায়নি। বরং কিছুটা আত্মবিশ্বাসের সাথেই সম্পূর্ণ নগ্ন মিয়ার সাথে ছবি দিয়ে বানানো পোস্টার শেয়ার করেছেন।
রাম গোপাল তিনি জানিয়েছিলেন, ১৫ জানুয়ারি মুক্তি পাবে ছবির ট্রেলার। সেই কথা মতোই ১৫ তারিখ মুক্তি পেল ছবির তিন মিনিটের ট্রেলার। সেখানে সিগমুন্ড ফ্রয়েড থেকে শুরু করে দেহ চর্চার নানা কেতাবি আঙ্গিক ছুঁয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন রামগোপাল ভার্মা। মিয়াকে প্রায় পুরো ট্রেলারেই দেখা গেল সম্পূর্ণ নগ্নভাবে।
Published in
Banglatainment