ভাইবারে বাংলা স্টিকার

Rate this item
(1 Vote)
বাংলা স্টিকার আদান প্রদানের সুবিধা চালু করেছে জনপ্রিয় মোবাইল ম্যাসেজিং অ্যাপ্লিকেশন ভাইবার। নতুন স্টিকার প্যাকের নাম ‘ভালোবাসা ভালোবাসি’ বাংলাদেশের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এই ফ্রি স্টিকার চালু করেছে বলে জানিয়েছে ভাইবার।

বাংলা স্টিকার চালু প্রসঙ্গে ভাইবারের দক্ষিণ এশীয় অঞ্চলের আঞ্চলিক প্রধান অনুভব নায়ার বলেন, গতবছর বাংলাদেশে ভাইবার পাবলিক চ্যাটের সার্ভিসটি যাত্রা শুরু করে। এরপর আমরা আরও নতুন কিছু দিতে চেয়েছিলাম। এর ধারাবাহিকতায় ‘ভালোবাসা ভালোবাসি’ চালু করা হলো।

উল্লেখ্য, বিশ্বে ভাইবারের ৬৬৪ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। থ্রিজি, ফোরজি অথবা ওয়াইফাই সংযোগে আইফোন, আইপ্যাড, অ্যান্ড্রয়েড, ট্যাবলেট, উইন্ডোজ ফোন, ম্যাক, উইন্ডোজ ৮, লিনাক্স এবং সিমব্রিয়ার ডিভাইসে ব্যবহার করা যায় ভাইবার।
0 awesome comments!

Latest from Super User

Scroll to Top