ফেসবুক ব্যবহারে বয়স্করাই শীর্ষে

Rate this item
(1 Vote)
সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় ও জনপ্রিয় মাধ্যম ফেসবুক বয়স্করাই বেশি ব্যবহার করে থাকেন বলে এক সমীক্ষায় দেখা গেছে। এতদিন মনে করা হতো টিনএজার বা কমবয়সী ছেলেমেয়েদের কাছেই হয়তো ফেসবুক বেশি জনপ্রিয়।

সমীক্ষায় এই ধারণাটি ভ্রান্ত বলে প্রতীয়মান হয়। সমীক্ষায় দেখা যায়, নতুন প্রজন্ম বা টিনএজারদের থেকে বয়ষ্ক মানুষেরা বেশি ফেসবুক ব্যবহার করেন। এর মাধ্যমে তারা একাকিত্ব দূর করেন।

সমবয়সীদের সঙ্গে কথোপকথন করতে পারেন। যারা বাড়ি থেকে বিশেষ বেরোতে পারেন না, তারা এই ফেসবুকের মাধ্যমে সমাজের খুঁটিনাটি খবর রাখেন।

২০১৩ সালে পরিচালিত সমীক্ষায় বলা হয়েছিল, ফেসবুকে প্রবীনদের ব্যবহারের সংখ্যাটা তখন ছিল ২৭ শতাংশ। আর এখন ৬৫ বছরের ঊর্ধ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৩৫ শতাংশে।
0 awesome comments!

Latest from Super User

Scroll to Top