হারানো স্মার্টফোন খুঁজতে গুগল সার্চ

Rate this item
(1 Vote)

যেকোন সময় আমরা হারাতে পারি পছন্দের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি। কিন্তু এবার আর চিন্তা নেই। দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে গুগল এর দ্বারস্থ হওয়াই বুদ্ধিমানের কাজ। গুগল-এ সার্চ করলেই পেয়ে যাবেন আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোনের হদিশ।

কী ভাবে? জেনে নিন:-

১. গুগল সার্চে গিয়ে নিজের জি-মেইল অ্যাকাউন্টে সাইন ইন করুন।

২. তারপর গুগল সার্চ-এ লিখুন, ‘ডযবৎব রং সু ঢ়যড়হব’।

৩. একটি ম্যাপ আসবে। ম্যাপের ওপরে বাঁ দিকে আপনার ফোনের মডেল নম্বর লেখা থাকবে।

৪. গুগল আপনার ফোনের সঙ্গে যোগাযোগ করে বলে দেবে লোকেশন।

তারপর দুটি অপশন আসবে। একটি অপশন রিং করার জন্য, অপরটি লক করার জন্য। রিং করার অপশনে ক্লিক করলে আপনার ফোনে টানা

৫ মিনিট রিংটোন বাজবে। লক অপশনে ক্লিক করলে মুহূর্তে আপনার ফোন লকড হয়ে যাবে।

এরপরেও ফোনটি খুঁজে না পেলে থানায় রিপোর্ট করাই শ্রেয়। মনে রাখবেন, গুগল’র এই পরিষেবা শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরাই পাবেন। আইফোন বা মাইক্রোসফট ব্যবহারকারীদের জন্য নয়।

 

0 awesome comments!

Latest from Super User

Scroll to Top