এবার হাঁটলেই চার্জ হবে স্মার্টফোন

Rate this item
(1 Vote)

স্মার্টফোনের ব্যাটারি ফুরিয়ে যাওয়া নিয়ে এখন আর চিন্তা করতে হবে না। সঙ্গে নিয়ে ঘুরতেও হবে না চার্জার। শুধু হাঁটলেই চার্জ হয়ে যাবে আপনার স্মার্টফোন। উইসকনসিন-ম্যাডিসন ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ররা তৈরি করেছেন এক নতুন ইলেকট্রনিক ডিভাইস। যার সাহায্যে মোবাইলের ব্যাটারি স্টোরেজ বাড়ানো যাবে। এমনকী, হাঁটলেও চার্জ হয়ে যাবে স্মার্টফোন। অধ্যাপক টম ক্রুপেনকিন ও সিনিয়র সায়েন্টিস্ট জে অ্যাশলে টেলরের ব্যাখ্যা অনুযায়ী, প্রযুক্তির সাহায্যে মানব গতির এনার্জি ব্যবহার করে মোবাইল চার্জ করা যাবে। ক্রুপেনকিন বলেন, ‘‘মানুষ হাঁটলে প্রচুর এনার্জি তৈরি হয়। প্রতি জুতোয় ১০ ওয়াট এনার্জি উত্পন্ন হয় যার পুরোটাই নষ্ট হয়। দুটো জুতো থেকে পাওয়া ২০ ওয়াট এনার্জি মুখের কথা নয়। আধুনিক মোবাইল চার্জ করতে এর থেকে অনেক কম এনার্জি প্রয়োজন হয়। সেনা জওয়ানরা যুদ্ধক্ষেত্রে তাঁদের রেডিও, জিপিএস ইউনিট ব্যবহার করতে অনায়াসে এই এনার্জি ব্যবহার করতে পারেন। এই এনার্জি দিয়ে রোজকার জীবনে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ফ্লাশলাইট চার্জ করা যেতে পারে। স্মার্টফোন চার্জ করতে দু’ওয়াটেরও কম এনার্জি লাগে। আমরা চেষ্টা করছি বিশেষ পদ্ধতির সাহায্যে মানব গতি থেকে উত্পন্ন এনার্জিকে ইলেকট্রনিক এনার্জিতে রূপান্তরিত করতে।’’ সায়েন্টিফিক রিপোর্ট জার্নালে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

0 awesome comments!

Latest from Super User

Scroll to Top