গণধর্ষণের ক্ষতিপূরণ গম

Rate this item
(1 Vote)
ধর্ষণের মতো জঘন্য অপরাধের ক্ষতিপূরণ কয়েক কেজি গম! হ্যাঁ, অনেকটা সেরকমই একটা ঘটনা ঘটেছে পাকিস্তানে। যেখানে গণধর্ষণের ‘শাস্তি’ হিসাবে নির্যাতিতাকে বেশ কয়েক কেজি গম দিয়ে মিটিয়ে দিয়েছেন গ্রামের মতব্বররা। আর তা না মানলে গ্রামছাড়া করার হুমকিও দেওয়া হয়েছে! সম্প্রতি পাকিস্তানের উমেরকোট এলাকার এক গ্রামে ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করা হয়। পরে তার পরিবার থানায় অভিযোগ করে।

অভিযুক্তদের চিহ্নিত করে তৎক্ষণাৎ তাদেরকে গ্রেফতার করে পুলিশ। তবে এখানেই শেষ নয়। এর পরও বোধহয় আরও কিছু হওয়ার বাকি ছিল। সালিশি সভা ডাকা হয় গ্রামে। তাতে নির্যাতিতার বাবাকে মামলা তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিনিময়ে অভিযুক্তরা তাঁকে দেবে বেশ কিছু পরিমাণ গম। নির্যাতিতার বাবা এ প্রস্তাবে রাজী না হওয়ায় তাকে সপরিবারের গ্রাম বাধ্য করা হয়েছে।
0 awesome comments!
Scroll to Top