0 awesome comments!
গণধর্ষণের ক্ষতিপূরণ গম
ধর্ষণের মতো জঘন্য অপরাধের ক্ষতিপূরণ কয়েক কেজি গম! হ্যাঁ, অনেকটা সেরকমই একটা ঘটনা ঘটেছে পাকিস্তানে। যেখানে গণধর্ষণের ‘শাস্তি’ হিসাবে নির্যাতিতাকে বেশ কয়েক কেজি গম দিয়ে মিটিয়ে দিয়েছেন গ্রামের মতব্বররা। আর তা না মানলে গ্রামছাড়া করার হুমকিও দেওয়া হয়েছে! সম্প্রতি পাকিস্তানের উমেরকোট এলাকার এক গ্রামে ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করা হয়। পরে তার পরিবার থানায় অভিযোগ করে।
অভিযুক্তদের চিহ্নিত করে তৎক্ষণাৎ তাদেরকে গ্রেফতার করে পুলিশ। তবে এখানেই শেষ নয়। এর পরও বোধহয় আরও কিছু হওয়ার বাকি ছিল। সালিশি সভা ডাকা হয় গ্রামে। তাতে নির্যাতিতার বাবাকে মামলা তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিনিময়ে অভিযুক্তরা তাঁকে দেবে বেশ কিছু পরিমাণ গম। নির্যাতিতার বাবা এ প্রস্তাবে রাজী না হওয়ায় তাকে সপরিবারের গ্রাম বাধ্য করা হয়েছে।
অভিযুক্তদের চিহ্নিত করে তৎক্ষণাৎ তাদেরকে গ্রেফতার করে পুলিশ। তবে এখানেই শেষ নয়। এর পরও বোধহয় আরও কিছু হওয়ার বাকি ছিল। সালিশি সভা ডাকা হয় গ্রামে। তাতে নির্যাতিতার বাবাকে মামলা তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিনিময়ে অভিযুক্তরা তাঁকে দেবে বেশ কিছু পরিমাণ গম। নির্যাতিতার বাবা এ প্রস্তাবে রাজী না হওয়ায় তাকে সপরিবারের গ্রাম বাধ্য করা হয়েছে।
Published in
Khobor Tobor

প্যারিসের নারীরা প্রত্যেকেই শহরের গণপরিবহনগুলোতে বিভিন্ন ধরনের যৌন হয়রানির শিকার…
যেসব মানুষের শরীরে তিল বেশি থাকে অর্থাৎ ১০০টিরও বেশি তিল…
কিছুদিন আগেও কেউ যদি প্যারিসে একটি রুম ভাড়া করতে চাইতেন,…
বিশ্ব গবেষণা পরিমণ্ডলে সেক্স এবং দাম্পত্য এখন একটা বড় জায়গা…
সবার চোখে তখন জল। মাত্র একদিনের শিশুকে তখন কবর দেওয়া… 