সহবাস যখন সৌন্দর্যের চাবিকাঠি

Rate this item
(9 votes)

বিশ্ব গবেষণা পরিমণ্ডলে সেক্স এবং দাম্পত্য এখন একটা বড় জায়গা দখল করে আছে। সেক্স নিয়ে গবেষণায় নিত্য বেরিয়ে আসছে চমকপ্রদ সব বিষয়। এক গবেষণায় যেটা বেরিয়ে আসছে, আরেক গবেষণায় সেটা ভুল প্রমাণিত হওয়ার ঘটনাও কম নয়। একটি স্কটিশ গবেষণায় দেখা গেছে, পুরুষের মতো উন্নত যৌন জীবন নারীদেরকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে। এতে নারীদের ত্বক আরো মসৃণ ও সতেজ হয়। অর্থাৎ, নিজেকে ফিট ও সুন্দরী হিসেবে দেখতে চাইলে নিয়মিত যৌনজীবন খুবই দরকারি।

স্কটিশ ওই গবেষণার সঙ্গে যুক্ত গবেষকদের মতে, যখন আপনি দৈহিক সম্পর্কে লিপ্ত থাকেন, তখন আপনার শরীর থেকে তিন ধরনের হরমোন নিসৃত হয়। এই তিন ধরনের হরমোন সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে ত্বকে যে ক্ষতি হয় তা পূরণ করে দেয়।

এছাড়াও এ সময় যে ঘাম বের হয় তার মাধ্যমে একধরনের এসিড অবমুক্ত হয় যেটা সুন্দর মলিন ঠোট ও উজ্জ্বল চোখ তৈরিতে ভূমিকা রাখে।

0 awesome comments!
Scroll to Top