শরীরে যা থাকলে আপনি বৃদ্ধ হবেন দেরিতে

Rate this item
(1 Vote)

যেসব মানুষের শরীরে তিল বেশি থাকে অর্থাৎ ১০০টিরও বেশি তিল থাকে তাদের চামড়া কুঁচকায় তুলনামূলক দেরিতে। তা ছাড়া তিলওয়ালা মানুষের শরীরের হাড়ও শক্ত থাকে।

লন্ডনের কিংস কলেজের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। তাদের হালনাগাদ গবেষণায় দেখা গেছে, যেসব মানুষের শরীরে ১০০টিরও বেশি তিল আছে তাদের শরীরে কম তিলওয়ালা মানুষের তুলনায় কম অস্টিওপরোসিস দেখা দেয়।

কেনো? দেখা গেছে, বেশি তিলওয়ালা মানুষের শরীরে থাকে দীর্ঘতর টেলোমিয়ারস,  যা সব জীবকাষের বা উদ্ভিদকোষের সূক্ষ্ম তন্তুবিশেষ বস্তু ক্রোমোজোমের শেষ ভাগে আঁটি বাঁধা ডিএনএ আকারে পাওয়া যায়।

আর আমরা যে হারে বুড়ো হই তার ভালো জৈবিক সূচক হচ্ছে এই টেলোমিয়ারস। এই গবেষক দলের নেতা ড. ভেরোনিক ব্যাটেইলি জানান, তিলওয়ালা মানুষের মেলানোমা হওয়ার সম্ভাবনা তুলনামূলক একটু বেশি। তবে তাদের বৃদ্ধ হয়ে যাওয়ার কাজটি চলে একটু ধীরগতিতে।

0 awesome comments!
Scroll to Top