যৌন হয়রানিতে অভ্যস্ত প্যারিসের নারীরা!
প্যারিসের নারীরা প্রত্যেকেই শহরের গণপরিবহনগুলোতে বিভিন্ন ধরনের যৌন হয়রানির শিকার হয়ে থাকেন। প্রতি ১০ জনের ৬ জন নারী গণপরিবহনগুলোতে যৌন হয়রানির শিকার হওয়ার ভয়ে থাকেন। কিন্তু পুরুষদের বেলায় তা প্রতি ১০ জনে ৩ জন। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, যৌন হয়রানিতে অভ্যস্ত হয়ে গেছেন শহরটির নারীরা!
প্যারিমে বাস ও ট্রেনে যৌন হয়রানি বা হুমকির শিকার হওয়া নারীদের ওপর একটি জরিপ চালানো হয়। এতে প্যারিসের ৬০০ নারীর কাছে যৌন হয়রানির বিষয়ে জানতে চাওয়া হলে এ ভয়াবহ তথ্য উঠে আসে। জরিপে দেখা যায়, যেসব নারী পাবলিক পরিবহনগুলোতে যাতায়াত করে তাদের প্রত্যেকে লিঙ্গ বৈষম্য বা যৌন নির্যাতনের শিকার হয়। তাদের মধ্যে অর্ধেক নারী ১৮ বছর বয়সের আগেই এ ধরনের হয়রানির শিকার হয়েছেন।
কিন্তু লক্ষণীয় হলো, নারীদের অনেকেই যৌন হয়রানির শিকার হয়েও তারা আসলে জানেন না যে তারা প্রতিনিয়ত এর শিকার হচ্ছেন। কারণ প্রতিদিন কম-বেশি যৌন হয়রানির শিকার হওয়া নারীরা অবচেতনভাবেই এতে অভ্যস্ত হয়ে গেছেন।
খবরে আরো বলা হয়, জোর করে ফ্লার্ট করা, সিটি বাজানো, বাজে মন্তব্য ছোড়া ইত্যাদির মতো যৌন হয়রানিগুলো ভয় দেখানোর পর্যায়ে হতে পারে। এছাড়া যৌন আক্রমণ বা ধর্ষণ পর্যায়েও হয়রানি হয়ে থাকে।

ভারতের মুম্বাই শহরে মাত্রাতিরিক্ত অ্যালকোহল পানের পর এক নারী গাড়ি…
গৌতম বুদ্ধ পরমার্থের সন্ধানে ঘর ছেড়েছিলেন। মহাত্মা মনীষীদের গৃহত্যাগের বর্ণনা…
মধ্যযুগীয় বর্বরতা বললে অনেকটা কমই বলা হবে। আফগানিস্তানের একটি উনিশ…
একদিনের সফরে আসছেন রানি। তাই হ্রদের ধারে তৈরি হচ্ছে বিলাসবহুল…
আবিষ্কার করা হল ক্যান্সার-বিরোধী ফল। অস্ট্রেলিয়ার একাংশের গাছে এই ফল… 