ব্যাংকে ভিক্ষুকের ১৩ কোটি টাকা

Rate this item
(3 votes)

একজন ভিক্ষুকের যৎসামান্য রোজগার। এটাই যেন স্বাভাবিক। কিন্তু একজন ভিক্ষুকের যদি থাকে কোটি কোটি টাকা, তবে বিস্মিত হতেই হয়। সম্প্রতি বিপুল অংকের ব্যাংক ব্যালেন্সসহ কুয়েতে এক ভিক্ষুককে আটক করা হয়েছে। ব্যাংকে তার জমা রয়েছে ৫ লাখ কুয়েতি দিনার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১২ কোটি ৯২ লাখ টাকারও বেশি।

ওই ভিক্ষুককে একটি মসজিদের কাছ থেকে গ্রেফতার করা হয়। কুয়েতি গণমাধ্যম জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকায় টহল দিচ্ছিল। এমন সময় তারা এক ব্যক্তিকে মসজিদে ভিক্ষা করতে দেখে। সে মসজিদে যাওয়া মুসল্লিদের কাছে বলছিল যে, তার জরুরি অর্থের প্রয়োজন। তার কোন বাড়িঘর নেই। আইন লঙ্ঘনের অপরাধে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে পুলিশ। পরে তদন্তে বেরিয়ে আসে তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ৫ লাখ দিনার। ওই ব্যক্তি কুয়েতি নাগরিক নন। তবে তিনি কোন দেশের নাগরিক তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, কুয়েতে এপ্রিল মাসে হয়রানির অপরাধে ২২ জন ভিক্ষুককে গ্রেফতার করে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ।

0 awesome comments!
Scroll to Top