১৯ নারীকে জীবন্ত পোড়াল আইএস

Rate this item
(2 votes)
যৌন দাসী হতে রাজি না হওয়ার অপরাধে ১৯ জন নারীকে জীবন্ত পুড়িয়ে মারল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। প্রায় দীর্ঘ দু’বছর ধরে আইএসের দখলে থাকা ইরাকের উত্তরে অবস্থিত মাসুল শহরে এ ঘটনা ঘটেছে।

নারীদের উপর আইএস জঙ্গিদের অত্যাচারের ঘটনা নতুন কিছু নয়। মেয়েদের কেবলমাত্র যৌন উপাদান হিসেবে দেখতেই অভ্যস্ত আইএস জঙ্গিরা। যৌনতার জন্য নির্মম অত্যাচার এবং যৌন লালসা চরিতার্থ করার পর আইএসের কবলে থাকা মহিলাদের বিক্রি করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে আইএস অধ্যুষিত এলাকায়।

যৌনদাসী হতে না চাওয়া ১৯ ইয়াজিদি নারীকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা সেই তালিকায় এবার নতুনভাবে যুক্ত হল। জানা গেছে, ওই ১৯ জন মহিলা যৌনকর্মে অংশ নিতা না চাইলে তাঁদের প্রথমে একটি লোহার খাঁচায় বন্দী করা হয়। এরপর আগুন লাগিয়ে দেওয়া হয় সেই খাঁচায়। এই সমগ্র প্রক্রিয়াটিই হয়েছে প্রকাশ্য দিবালোকে।
0 awesome comments!
Scroll to Top