৩ বছর পর নাটকে তাহসান-মিথিলা জুটি
দীর্ঘ তিন বছর পর আবারও একসঙ্গে নাটকে অভিনয় করতে যাচ্ছেন তারকা দম্পতি তাহসান ও মিথিলা। অমিতাভ রেজার পরিচালনায় নির্মিতব্য এ নাটকের নাম ‘সময় চুরি’।
আজ বৃহস্পতিবার থেকে নাটকটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও এর চিত্রগ্রাহক রাশেদ জামানের শারীরিক অসুস্থতার কারণে শেষ পর্যন্ত শুটিং করা সম্ভব হয়নি বলে জানালেন তাহসান। পরবর্তী শুটিংয়ের তারিখ ঠিক করা হয়েছে । ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ করা হবে।
তাহসান বলেন, বাস্তবের মতো নাটকেও আমাদের স্বামী-স্ত্রী হিসেবে দেখানো হবে। সঙ্গে থাকবেন একজন বিদেশিনী।
এ নাটকে অভিনয়ের প্রসঙ্গে তাহসান বলেন, ‘প্রথমত ভালো পরিচালক, তারপর ভালো গল্প এবং সবশেষে ভালো নির্মাণ বাজেটের কারণে কাজটি করতে রাজি হয়েছি। একটা নাটকে যখন এত সবকিছু থাকে, তখন নাটকটি ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে।’
জানা গেছে, ‘সময় চুরি’ নাটকটি এবারের ঈদে এনটিভিতে প্রচারিত হবে। ‘সময় চুরি’ নাটকটি ছাড়াও এবারের ঈদে তাহসান-মিথিলার উপস্থাপনায় চ্যানেল টোয়েন্টি ফোরে ‘হানিমুন’ নামের একটি অনুষ্ঠান প্রচারিত হবে। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠানটির ধারণকাজ সম্পন্ন হবে বলেও জানিয়েছেন তাহসান।
তাহসান ও মিথিলা একসঙ্গে প্রথম অভিনয় করেছিলেন ‘মধুরেণ সমাপয়েত্’ নামের একটি নাটকে। নাটকটি পরিচালনা করেছিলেন আশফাক নিপুন।