হলিউডকেও হার মানাতে আসছে 'লাভ গেমস' (ভিডিও)

Rate this item
(3 votes)
বলিউডের হলোটা কী? একের পর এক যৌনতা নির্ভর সিনেমা তৈরি করে যাচ্ছেন পরিচালকরা।

বলিউডের আগের সিনেমাগুলোতে খুব একটা রগরগে দৃশ্য না দেখা গেলেও সাম্প্রতিক সময়ে এডাল্ট কমেডি সিনেমার নামে চলছে অশ্লীল সব দৃশ্যের প্রদর্শন।

কিছুদিন আগে এডাল্ট কমেডিয়ান সিনেমা 'মাস্তিজাদে', 'কেয়া কুল হে হাম থ্রি' 'হেট স্টোরি থ্রি' মুক্তি পায়। সিনেমাগুলো খুব বেশি ব্যবসা সফল না হলেও পরিচালকরা রগরগে দৃশ্য নির্ভর সিনেমা বানানোর প্রতি ঝুঁকছেন।

এমনই একটি ইরোটিক সিনেমা 'লাভ গেমস'। সিনেমাটি পরিচালনা করেছেন বিক্রম ভট্ট।

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির নতুন একটি ট্রেলর। ইতিমধ্যেই পত্রলেখা ও গৌরবের ইরোটিক এই থ্রিলার নিয়ে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। এর আগের ট্রেলরটিও তুমুল জনপ্রিয় হয়েছিল।

ছবিতে পত্রলেখা অভিনীত চরিত্রের নাম রামোনা। যিনি গৌরবের সঙ্গে ফ্লার্ট করবেন। যেখানে দু’জনেই প্লেয়ার। মুকেশ ভট্ট এবং মহেশ ভট্টের প্রযোজনায় ছবিটি মুক্তি পাবে আগামী এপ্রিল।

ভিডিও দেখতে ক্লিক করুন
0 awesome comments!
Scroll to Top