বিয়ের আগেই সালমানের সংসারে অশান্তির মেঘ!

Rate this item
(1 Vote)
বলিউডের আলোচিত প্রেমিক জুটি ছিলেন সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। দীর্ঘদিন একে অপরের সঙ্গে প্রেম করেছেন। বলিউডে ক্যাটরিনা কাইফের অভিষেক হয় সালমান খানের হাত ধরে।

সালমান খানের কারণেই বলিউডে নিজের আসন পাকা করতে পারেন ক্যাটরিনা কাইফ। তবে সেই কথা ভুলে গিয়ে সালমান খানের সঙ্গে ব্রেক আপ করেন ক্যাট।

এটা অনেক আগের কথা। সালমান খানের সঙ্গে ব্রেক আপের পর নতুন করে আরেক বলিউড অভিনেতা রণবীর কাপূরের সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাট।

লিভ টুগেদারও করেছেন আলোচিত এ জুটি। বিয়ের কথাও চলছিল। তবে হঠাৎ করেই সেই সম্পর্কে ফাটল ধরে। একে অপরের মুখ দেখাও বন্ধ করে দিয়েছেন।

আর এই ব্রেক আপের পর আবারও আলোচনায় চলে আসেন সালমান-ক্যাট। সালমানের সঙ্গে আলোচনার পরই নাকি ব্রেক আপে গেছেন ক্যাটরিনা।

ক্যাটরিনাকে নিয়ে গভীর রাতে লং ড্রাইভেও গিয়েছেন সালমান খান। বিটাউনে এমন খবরও রটেছে। ক্যাটরিনাকে মুম্বইয়ে ঘর পর্যন্ত খুঁজতে সাহায্য করেছেন সালমানের সেক্রেটারি।

শোনা যাচ্ছে, বিভিন্ন ফিল্মে ক্যাটরিনার নাম সুপারিশ করেছেন সালমান। ক্যাটরিনার শুটিং চলাকালীন সেটে তাকে আজকাল দেখাও যাচ্ছে।

আর এখানেই আপত্তি সালমানের বর্তমান প্রেমিকা লুলিয়া ভান্তুরের। দু’জনের কাছাকাছি আসার ব্যাপারটি মোটেই ভালোভাবে নেননি তিনি। এ নিয়ে সালমানের সঙ্গে লুলিয়া কথাও বলেছেন বলে খবর।

দু’জনের অত্যন্ত গভীরভাবে কথা বলেছেন। এই কথাবার্তা নাকি হয়েছে সালমানের একটি ফিল্মের সেটেই।

ক্যাটকে নিয়ে নাকি সালমানের সঙ্গে একচোট ঝগড়াও করেছেন লুলিয়া। তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, এ ভাবে দু’জনের কাছাকাছি আসার চেষ্টাকে তিনি মোটেই ভালভাবে দেখছেন না। ফলে ক্যাটের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিলেই তিনি খুশি হবেন!
0 awesome comments!
Scroll to Top