ইউটিউবে পরীমনির 'ডানা কাটা পরী' ঝড়!

Rate this item
(5 votes)
ইউটিউবে প্রকাশের কিছু সময়ের মধ্যেই ব্যাপক সারা জাগিয়েছে অভিনেত্রী পরীমনির 'ডানা কাটা পরী' শিরোনামের একটি আইটেম গান।

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে এই আলোচিত নায়িকার 'রক্ত' চলচ্চিত্র। ওই সিনেমার আইটেম গানটি শনিবার রাতে ইউটিউবে প্রকাশিত হয়। এর পরই তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের সুর এবং কনিকা কাপুরের কণ্ঠে 'স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে/ প্রেমের ছড়াছড়ি/ হায়রে কী যে করি/ আমি ডানাকাটা পরী' শিরোনামের গানটি এ যাবৎকালের সর্বাধিক ব্যয়বহুল আইটেম বলে জানিয়েছ কর্তৃপক্ষ।

গত সোমবার রাতে ইউটিউবে প্রকাশিত চলচ্চিত্রটির প্রথম ট্রেইলার। ট্রেইলারও বেশ সারা ফেলেছে। পরী ভক্তরা এর মধ্য দিয়েই প্রথমবারের মতো তাকে অ্যাকশন চরিত্রের দেখতে পাবেন।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত 'রক্ত'তে পরীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত রিক্ত রোশন। ছবির ফাইটিং দৃশ্য পরিচালনা করছেন থাইল্যান্ডের জাইক্যা এবং চেন্নাইয়ের রাজেশ।

জাজ মাল্টিমিডিয়া ও এস কে মুভিজের যৌথ প্রযোজনার নির্মিত 'রক্ত' ছবিটি ঈদুল আজহায় বাংলাদেশে শতাধিক এবং কলকাতায় ১৩০টি সিনেমা হলে একযোগে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ভিডিও দেখতে ক্লিক করুন
0 awesome comments!
Scroll to Top