আজান শুনতে দারুণ লাগে : সোনুর জবাবে ভিডিওতে প্রিয়াঙ্কা

Rate this item
(1 Vote)
আজানের শব্দে বিরক্তি প্রকাশ করে ট্যুইটারে কটাক্ষ করেছিলেন গায়ক সোনু নিগম। আর তাঁর সেই মন্তব্যকে ঘিরেই শুরু হয় জোর বিতর্ক।

এবার প্রিয়ঙ্কা চোপড়া এক ভিডিও বার্তায় সোনু নিগমের কটাক্ষের পাল্টা জবাব দিলেন। আর সেই ভিডিওকে সামনে এনেই সোনুকে জবাব দিচ্ছেন অনেকে।

অভিনেত্রী তার ভিডিওতে বলেছিলেন, ভোপালে তিনি অপেক্ষা করেন আজান শোনার জন্য। সন্ধ্যার সময় বেশ কয়েকটি মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসে। সূর্যাস্তের মুহূর্তে সেই সময়টাই তাঁর সবথেকে প্রিয় বলে জানিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই ভিডিও দাখিল করেই সোনুকে জবাব দিলেন অনেকে।

অপর এক নেটিজেন পাল্টা প্রশ্ন তুলেছেন। সোনু ট্যুইটে জানিয়েছিলেন, হজরত যখন আজানের প্রচলন করেন তখন তো বিদ্যুৎ ছিল না। তাহলে লাউড স্পিকারের ব্যবহার কেন? পাল্টা প্রশ্ন উঠেছে, পুরাণের সময়ও তো বিদ্যুৎ ছিল না। তবে হিন্দুদের নানা উৎসবেই বা এর ব্যবহার কেন? রামায়ণে তো বাজির উল্লেখ ছিল না। তাহলে এখন বাজির ব্যবহারই বা হয় কেন? তাতেও তো শব্দ ও বায়ুদূষণ হয়। ওই নেটিজেনের দাবি, এরপর থেকে রাতভর অনুষ্ঠানের অফার এলে সোনু যেন তা প্রত্যাখান করেন। ধর্মের নামে লাউড স্পিকার বাজানোর যে প্রতিবাদ, তা যেন প্রতিষ্ঠা করেন সোনু।

এদিকে একই প্রশ্ন তুলেছেন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। তাঁর দাবি, রামায়ণ বা কীর্তনের ক্ষেত্রেও তো লাউড স্পিকারে শোনানো হয়। এবং তা মন্দির থেকে নয় কোনো বাড়ি বা শামিয়ানা খাঁটিয়েই করা যেতে পারে। বিজেপি শাসিত রাজ্যগুলি কি তাহলে তার ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে? হোলি বা বিয়েবাড়িতেও রাত গড়িয়ে মাইক বাজানো নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি।
0 awesome comments!
Scroll to Top