সুন্দরবনের পক্ষে

Rate this item
(1 Vote)
সুন্দরবনকে ভোট দেবেন বলিউড তারকা মনীষা কৈরালা। এ উপলক্ষে তিনি গত সোমবার রাতে ঢাকায় পৌঁছেছেন। সুন্দরবনকে পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের সপ্তাশ্চর্য নির্বাচনী প্রচারণা চলছে সর্বত্র।

এরই ধারাবাহিকতায় শান্ত মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস যৌথভাবে 'ভোট ফর সুন্দরবন' নামে এক কার্যক্রম হাতে নিয়েছে। ১৯ জানুয়ারি তেজগাঁও নভো কনভেনশন সেন্টারে এ ভোটদান কার্যক্রম উদ্বোধন করবেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।

এ-অনুষ্ঠানেই সুন্দরবনকে ভোট দিতে এবং সুন্দরবনের পক্ষে প্রচারণা চালাতে ঢাকায় এসেছেন মনীষা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন। অনুষ্ঠানজুড়ে থাকবে জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের গান।

পাশাপাশি চলবে সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের অনলাইন ভোট গ্রহণ। অনুষ্ঠানটি রাত ৮টা থেকে সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টিভি। বৈশাখী টিভির অনুষ্ঠান উপপ্রধান আহসান কবির জানিয়েছেন, ইউএনএফপিএর বিশেষ দূত হিসেবে ঢাকায় আসছেন মনীষা। ঢাকায় তিনি তিন দিন অবস্থান করবেন।

১৮ জানুয়ারি সন্ধ্যায় শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে তামান্না রহমানের পরিবেশনায় মণিপুরী নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। এ ছাড়া নেপাল রাজ পরিবারের সদস্যদের চিত্রকর্ম নিয়ে আয়োজিত একটি প্রদর্শনীতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
0 awesome comments!
Scroll to Top