মুস্তাফিজ আমাদের সম্পদ

Rate this item
(2 votes)
সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের মুখে মুস্তাফিজ বন্দনা আগেও ছিল। গতকালকের ম্যাচের পর নতুন করে মুস্তাফিজ বন্দনায় মেতেছেন অসি এই ক্রিকেটার। মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করে আইপিএল টোয়েন্টি ডট কমকে বলেছেন, ‘মুস্তাফিজের প্রতিভা বিশেষ মানের। সে শুধু বাংলাদেশেরই নয়, আমাদের জন্যেও বড় সম্পদ।’

মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করে ওয়ার্নার আরও বলেন, ‘আমার মনে হয় এটা ওর অনন্য স্বাভাবিক বৈশিষ্ট্য। যার বোলিং ডেলিভারিগুলোতে বৈচিত্র্য রয়েছে। আর এটাই তার বিপক্ষে খেলাটাকে কষ্টকর করে তোলে।’ আইপিএল-এ পাঁচ ম্যাচ খেলে ১৬.৪২ গড়ে ৭ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ওভার প্রতি রান দেওয়ার ক্ষেত্রেও ছিলেন মিতব্যয়ী। এ পর্যন্ত ৫.৭৫ করে রান দিয়েছেন তিনি।

গতকাল পুরো ম্যাচ জুড়ে ধারাভাষ্যকারদের প্রশংসায় ভেসেছেন মুস্তাফিজ। সুনিল গাভাস্কার-রমিজ রাজাদের শব্দ ভাণ্ডারও ফুরিয়ে গিয়েছিল তাকে বিশেষায়িত করতে। গতকালকের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৫ উইকেটের জয়ে বোলিংয়ে সানরাইজার্সের হয়ে নেতৃত্বে ছিলেন মুস্তাফিজ। এর ফলে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স।
0 awesome comments!
Scroll to Top