0 awesome comments!
২০ বছরে এলআরবি
দেশের শীর্ষস্থানীয় রক ব্যান্ড এলআরবির ২০ বছর পূর্ণ করল। এ উপলক্ষে ঢাকার বেইলি রোডে থার্টি থ্রি মিউজিক ক্যাফে নামের রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ব্যান্ডদলটির দলনেতা আইয়ুব বাচ্চু জানিয়েছেন, সেখানে এলআরবির ২০ বছরের অগ্রযাত্রা, সাফল্য-ব্যর্থতাসহ সবকিছুই তুলে ধরা হবে।
এলআরবি তাদের ২০ বছর পূর্তি উপলক্ষে ‘সেলিব্রেশন শো’ নামের একটি অনুষ্ঠান করারও কথা বলেছিল। এ সম্পর্কে তিনি বলেন, ‘সেলিব্রেশন শো নামের যে অনুষ্ঠানটি করার কথা ছিল সেটি আসলে আমরা চ্যানেল আইতে ৩ এপ্রিল করেছি। তবে আমরা ভক্ত-শ্রোতাদের জন্য খুব শিগগিরই বড় পরিসরে আরেকটি সেলিব্রেশন শো করব। কারণ, আজ এলআরবির যে অবস্থান তাতে শ্রোতাদের অবদানই বেশি। তারা পাশে না থাকলে হয়তো এতটা পথ পাড়ি দেওয়া সম্ভব হতো না।’
এলআরবির ২০ বছর পূর্তি অনুষ্ঠানে তাদের পুরোনো সহকর্মী যারা ছিলেন তাঁদেরকে নানাভাবে স্মরণ করা হবে বলেও জানান দলপ্রধান আইয়ুব বাচ্চু।
দীর্ঘ ২০ বছরে এ পর্যন্ত এলআরবির প্রকাশিত একক অ্যালবামগুলো হলো ‘এলআরবি ১ এন্ড ২’ (১৯৯২), ‘হকার’ ও ‘মাধবী’ (১৯৯২), ‘সুখ’ (১৯৯৩), ‘তবুও’ (১৯৯৪), ‘ঘুমন্ত শহরে’ (১৯৯৫), ‘স্বপ্ন’ (১৯৯৬), ‘ফেরারি মন আনপ্লাগড’ (১৯৯৬), ‘আমাদের? বিস্ময়!’ (১৯৯৮), ‘মন চাইলে মন পাবে’ (২০০১), ‘অচেনা জীবন’ (২০০৩), ‘মনে আছে নাকি নাই’ (২০০৫) ও ‘স্পর্শ’ (২০০৮)।
এলআরবির বর্তমান লাইনআপ: আইয়ুব বাচ্চু—গিটার ও কণ্ঠ, স্বপন—বেজ, মাসুদ—গিটার, রোমেল—ড্রামস, শামীম—সাউন্ড ম্যানেজম্যান্ট।
১৯৯১ সালে চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর নেতৃত্বে গড়ে উঠে ব্যান্ডদল এলআরবি।
এলআরবি তাদের ২০ বছর পূর্তি উপলক্ষে ‘সেলিব্রেশন শো’ নামের একটি অনুষ্ঠান করারও কথা বলেছিল। এ সম্পর্কে তিনি বলেন, ‘সেলিব্রেশন শো নামের যে অনুষ্ঠানটি করার কথা ছিল সেটি আসলে আমরা চ্যানেল আইতে ৩ এপ্রিল করেছি। তবে আমরা ভক্ত-শ্রোতাদের জন্য খুব শিগগিরই বড় পরিসরে আরেকটি সেলিব্রেশন শো করব। কারণ, আজ এলআরবির যে অবস্থান তাতে শ্রোতাদের অবদানই বেশি। তারা পাশে না থাকলে হয়তো এতটা পথ পাড়ি দেওয়া সম্ভব হতো না।’
এলআরবির ২০ বছর পূর্তি অনুষ্ঠানে তাদের পুরোনো সহকর্মী যারা ছিলেন তাঁদেরকে নানাভাবে স্মরণ করা হবে বলেও জানান দলপ্রধান আইয়ুব বাচ্চু।
দীর্ঘ ২০ বছরে এ পর্যন্ত এলআরবির প্রকাশিত একক অ্যালবামগুলো হলো ‘এলআরবি ১ এন্ড ২’ (১৯৯২), ‘হকার’ ও ‘মাধবী’ (১৯৯২), ‘সুখ’ (১৯৯৩), ‘তবুও’ (১৯৯৪), ‘ঘুমন্ত শহরে’ (১৯৯৫), ‘স্বপ্ন’ (১৯৯৬), ‘ফেরারি মন আনপ্লাগড’ (১৯৯৬), ‘আমাদের? বিস্ময়!’ (১৯৯৮), ‘মন চাইলে মন পাবে’ (২০০১), ‘অচেনা জীবন’ (২০০৩), ‘মনে আছে নাকি নাই’ (২০০৫) ও ‘স্পর্শ’ (২০০৮)।
এলআরবির বর্তমান লাইনআপ: আইয়ুব বাচ্চু—গিটার ও কণ্ঠ, স্বপন—বেজ, মাসুদ—গিটার, রোমেল—ড্রামস, শামীম—সাউন্ড ম্যানেজম্যান্ট।
১৯৯১ সালে চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর নেতৃত্বে গড়ে উঠে ব্যান্ডদল এলআরবি।
Published in
Banglatainment