আবারও বড় পর্দায় রোমানা

Rate this item
(1 Vote)
প্রায় দুই বছর পর রোমানা নতুন ছবি নিয়ে আসছেন। ১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রোমানা অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'হৃদয়ে ৭১'। এতে তার সহশিল্পী ইমন। ছবিটি নিয়ে রোমানা বলেন, 'ব্যক্তিগত কাজে দেশের বাইরে আছি। 'হৃদয়ে ৭১' ছবিটি একজন বীরাঙ্গনার কাহিনীকে কেন্দ্র করে। এতে একাত্তরের কিছু ঘটনা দর্শকরা দেখতে পাবেন। অনেক দিন পর আমার এ ছবিটি মুক্তি পাচ্ছে। আশা করছি, সবার ভালোলাগবে।'

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। আরও অভিনয় করেছেন ইমন, শহীদুল আলম সাচ্চু, হীরা, আশরাফ, কবীর, আব্বাসউল্লাহ খান, মারুফ, আমীর, উদয় খান, নিশু রহমান প্রমুখ।

২০০৮ সালে পিএ কাজল পরিচালিত 'এক টাকার বউ' ছবির মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে রোমানার। প্রথম ছবিতেই তিনি দর্শকের নজর কাড়েন। খুব অল্প সময়ে সাফল্য পাওয়া এ অভিনেত্রী 'বিয়ে বাড়ি', 'প্রেমে পড়েছি', 'ভালোবাসলেই ঘর বাঁধা যায় না', 'মা আমার চোখের মণি'র মতো ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। এ পর্যন্ত অভিনয় করেছেন প্রায় তিন ডজন চলচ্চিত্রে। ২০১০ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

রোমানা খুব শীঘ্রই দেশে ফিরে আবারও নতুন কিছু ছবিতে চুক্তিবদ্ধ হবেন বলে জানা যায়।
0 awesome comments!
Scroll to Top