অভিনেতা রাজাক আর নেই

Rate this item
(1 Vote)
অভিনয় দিয়ে মানুষকে আর হাসাবেন না বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজাক খান। পৃথিবীর মায়া ত্যাগ করে গত মঙ্গলবার মারা গেছেন তিনি।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান রাজাক খান। মঙ্গলবার রাতে হার্ট অ্যাটাক হয় রাজাক খানের। পরে হলি ফ্যামিলি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিনেমা জগতে ২৩ বছর কাজ করেছেন রাজাক খান। ৯০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- হেরা ফেরি, হ্যালো ব্রাদার, জরু কা গোলাম, কেয়া কুল হ্যায় হাম। 'বাদশা' সিনেমার 'মানিকচান্দ' চরিত্রে অভিনয় করে তিনি খ্যাত লাভ করেন।
0 awesome comments!
Scroll to Top