এবার সোহমের সঙ্গে তিশা

Rate this item
(4 votes)

এবার ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমায় নাম লেখাতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা। অনন্য মামুনের ‘তোর নামে লিখেছি হৃদয়’ সিনেমায় তিশার বিপরীতে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় নায়ক সোহমকে। বাংলাদেশের নায়িকার সঙ্গে সোহমের এটি দ্বিতীয় সিনেমা। এর আগে বিদ্যা সিনহা মিমের বিপরীতে অভিনয় করেছেন সোহম। তবে কলকাতার নায়কের বিপরীতে এবারই প্রথম অভিনয় করতে যাচ্ছেন তিশা।

তিশা এবং সোহম ছাড়াও এতে আরও অভিনয় করবেন— সুচরিতা, মিশা সওদাগর, ডন, কলকাতার খরাজ মুখার্জি, সুপ্রিয় প্রমুখ। এ মাসের শেষ দিকে শুরু হবে দৃশ্যধারণ। সিনেমাটির জন্য গান তৈরি করছেন হাবিব ওয়াহিদ, নাভেদ পারভেজ, আকাশ প্রমুখ। সিনেমাটি বাংলাদেশের এসএস মাল্টিমিডিয়া ও কলকাতার নায়াগ্রা এন্টারটেইনমেন্ট যৌথভাবে প্রযোজনা করবে। অনন্য মামুনের সঙ্গে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করবেন ওপার বাংলার ভুবন চ্যাটার্জি।

0 awesome comments!
Scroll to Top