0 awesome comments!
পুরান ঢাকার খানদানি ব্যক্তিত্ব
এবার নাকি অন্য এক নোবেলকে দেখতে পাবেন টিভি-দর্শক। এমনটা নোবেল নিজেই মনে করছেন। জানালেন, নতুন বিজ্ঞাপনচিত্রে তিনি অভিনয় করবেন পুরান ঢাকার একজন অধিবাসীর চরিত্রে। কাহিনিনির্ভর এ বিজ্ঞাপনচিত্রে নোবেল পুরান ঢাকার একজন খানদানি ব্যক্তিত্ব। আর তিনি সংলাপ বলবেন পুরান ঢাকার কথ্য ভাষায়।
এরই মধ্যে চরিত্রটির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন নোবেল।
নোবেল বললেন, ‘বিজ্ঞাপনচিত্রটিতে আমাকে একটু অন্যভাবে উপস্থাপন করার চ্যালেঞ্জ নিয়েছেন নির্মাতারা। আমি একটু ভয়েই আছি। তবে গল্পটা ভালো লেগেছে। দেখা যাক কী হয়!’
নোবেলকে নিয়ে বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করবেন রানা মাসুদ। তিনি জানান, বিজ্ঞাপনচিত্রটি পুরান ঢাকার ঐতিহ্য এবং জমিদারিনির্ভর। এ মাসের শেষ দিকে কাজ হবে বিজ্ঞাপনচিত্রটির।
নোবেল চলচ্চিত্রে অভিনয় করছেন—এমন একটি খবর শোনা গিয়েছিল সম্প্রতি। এ ব্যাপারে নোবেল বললেন, ‘এটা একেবারেই সত্যি নয়। চলচ্চিত্রে অভিনয়ের জন্য আমার কাছে প্রস্তাব এসেছিল। কিন্তু আমি সরাসরি না বলে দিয়েছি।’
এরই মধ্যে চরিত্রটির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন নোবেল।
নোবেল বললেন, ‘বিজ্ঞাপনচিত্রটিতে আমাকে একটু অন্যভাবে উপস্থাপন করার চ্যালেঞ্জ নিয়েছেন নির্মাতারা। আমি একটু ভয়েই আছি। তবে গল্পটা ভালো লেগেছে। দেখা যাক কী হয়!’
নোবেলকে নিয়ে বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করবেন রানা মাসুদ। তিনি জানান, বিজ্ঞাপনচিত্রটি পুরান ঢাকার ঐতিহ্য এবং জমিদারিনির্ভর। এ মাসের শেষ দিকে কাজ হবে বিজ্ঞাপনচিত্রটির।
নোবেল চলচ্চিত্রে অভিনয় করছেন—এমন একটি খবর শোনা গিয়েছিল সম্প্রতি। এ ব্যাপারে নোবেল বললেন, ‘এটা একেবারেই সত্যি নয়। চলচ্চিত্রে অভিনয়ের জন্য আমার কাছে প্রস্তাব এসেছিল। কিন্তু আমি সরাসরি না বলে দিয়েছি।’
Published in
Banglatainment