নতুন প্রেমে সালমান

Rate this item
(1 Vote)
অভিনেতা সালমান খানের হাত ধরে বলিউড আসন পাকা করেছেন অনেকেই। তালিকায় আছেন তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। এছাড়া ডেইজি শাহকে বলিউডে তুলে আনার চেষ্টা করছেন তিনি।

'জয় হো' সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সালমান খান এবং ডেইজি শাহ। তারপর অবশ্য অনেকদিন সিনেমার বাইরে ছিলেন ডেইজি।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে ডেইজি অভিনীতি সিনেমা 'হেট স্টোরি থ্রি'। সিনেমায় বেশকিছু বিতর্কিত দৃশ্যে দেখা যায় তাকে। তবে এসব দৃশ্যে নাকি সালমান খানের পরামর্শেই অভিনয় করেছেন।

এবার সালামন খান নাকি ডেইজি শাহকে দামি গাড়ি উপহার দিয়েছেন। কিছুদিন আগে লুলিয়া ভান্তুকেও এমন একটি গাড়ি উপহার দিয়েছেন ভাইজান।

বি-টাউনে সালমান খান তার গডফাদার। জোর গুঞ্জন, ডেইজির প্রতি নাকি সাল্লুর একটু অন্য ফিলিংসও হচ্ছে!

এর মূলে রয়েছেন ক্যাটরিনা কইফ। ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পর ক্যাট সুন্দরীকেও গাইড করতেন সালমান। নায়িকার প্রেমে পড়ার পর তাকেও একটি দামি গাড়ি গিফট করেছিলেন। এটাই নাকি ভাইজানের ট্র্যাডিশন! কারও প্রতি মন থেকে দুর্বল হয়ে পড়লে তাকে একের পর এক দারুণ গিফট দিতে থাকেন। তাই অনেকেই মনে করছেন সালমানের ‘লেডি লভ’-এর লিস্টে এ বার এন্ট্রি নেবেন ডেইজিও। কারণ সালমানের থেকে সদ্য গিফট পাওয়া সোয়াঙ্কি গাড়িটা তো ডেইজির জীবনে সেটাই ইঙ্গিত করছে!
0 awesome comments!
Scroll to Top