স্বামীকে খুন করে কুকুরকে খাওয়ালো স্ত্রী

Rate this item
(1 Vote)
নিজের স্বামীকে খুন করে কুকুরকে খাওয়ানোর অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ভেটলানা বাটুকোভা নামে বছর ৪৬-এর রাশিয়ান মহিলাকে আদালতেও তোলা হয় কয়েকদিন আগে। ঘটনাটি মনাকোর।অভিযোগ, হানস হ্যাঙ্কেল নামে ৬৬ বছরের স্বামীকে নিজের বাড়িতে কুপিয়ে নির্মমভাবে খুন করেছে ভেটলানা। যা শুনলে শিউরে উঠবেন আপনিও !

সূত্রের খবর, স্বামী হ্যানসের হাত হাড়সমেত টুকরো টুকরো করে কেটে তার পোষ্যকে খায়িয়েছেন বাটুকোভা। কিন্তু, কেন নৃশংস এই ঘটনা ঘটিয়েছে রাশিয়ান ওই মহিলা? পুলিশ জানিয়েছে, দিনের পর দিন মদ ও ড্রাগের নেশায় ডুবে থাকতো সে। যার ফলে মানসিক বিকারগ্রস্তও হয়ে পড়েছিল বাটুকোভা। তদন্তকারী অফিসারদের অনুমান, মৃত্যর আগে ড্রাগস দেওয়া হয়েছিল হ্যানসকে। তাছাড়া সম্প্রতি শ্বাসনালীতে অস্ত্রোপচার হওয়ায় কথাও বলতে পারতেন না হ্যানস।

পুলিশ জানিয়েছে, দু’বছর সহবাসের পর সম্প্রতি বিয়ে হয়েছিল ওই দম্পতির। কিন্তু, নিজের স্বামীকে খুন করার জন্য সুপারি কিলারের খোঁজ করছিলেন বাটুকোভা। এমনটাই জানিয়েছে পুলিশ।
0 awesome comments!
Scroll to Top