ডাইনোসরের ডিম রাস্তায়

Rate this item
(2 votes)

পৃথিবী থেকে অনেক আগেই বিলুপ্তি হয়ে গেছে মানুষ খেকো ডাইনোসর। যা সবারই কমবেশি জানা। কিন্তু রাস্তায় ডায়নোসরের ডিম শিরোনাম দেখে ভাবছেন এই বিলুপ্তি প্রাণীটি কি আবার ফিরে এল! না, তেমনি কিছু হয়নি। তবে এদিন রাস্তার গর্তে সত্যিই পাওয়া গেছে ভয়ঙ্কর ওই প্রাণীর ৪৩টি ডিম। আর এমন ঘটনাটি ঘটেছে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের হিউয়ান প্রদেশে।

জানা গেছে, শহরের ওই রাস্তাটি সংস্করের সময় হঠাৎই বেরিয়ে আসে ডাইনোসরের ডিম। দৈর্ঘের দিক থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা ডিমগুলোর ১৩টিই ছিলো অখন্ড। প্রায় ৯ কোটি বছর পেরিয়ে যাওয়ার ডিমগুলো ডিমগুলো ফসিলে পরিনত হয়েছে।

হিউয়ান শহেরের কাছে অবশ্য ডাইনোসরের ডিম নতুন কিছু নয়। অতীতে এখানে বেশ নিয়মিতই ডাইনোসরের ডিম পাওয়া গেছে। মোট ১৭ হাজার ডিম সংগ্রহে রাখা হিউয়ান শহর ২০০৪ সালে গ্রিনিজ ওর্য়াল্ড রেকর্ডসে নাম লেখায়। এ জন্য শহরটাকে হোম অব ডাইনোসরস বলা হয়। তবে শহরের প্রাণকেন্দ্রে ডিম পাওয়ার ঘটনা এবারই প্রথম।

0 awesome comments!
Scroll to Top