বিশ্বের সবচেয়ে 'হট' মহিলা পুলিশ কমিশনার!

Rate this item
(1 Vote)
পেশায় তিনি পুলিশ কমিশনার। তার কাজ শহরের আইন-শৃঙ্খলা বজায় রাখা। চোর, ডাকাত, দুষ্কৃতীদের ধরা। তবে এর জন্য তাকে বেশি কষ্ট করতে হয় না। কারণ, 'দুষ্টু' লোকেরা যে তার কাছে ইচ্ছে করে ধরা দিতে চায়! আর চাইবে না-ই বা কেন? তার মত 'হট' পুলিশ অফিসার যে বিরল!

৩১ বছরের জার্মান পুলিশ কমিশনার অ্যাড্রিয়েনে কোলেসজার। নেট দুনিয়ায় এখন নতুন আগ্রহের মাত্রা তিনি। পেশায় পুলিশ হলেও কোন অংশে ডাকসাইটে সুন্দরীদের থেকে কম নন কোলেসজার।

তার 'টোনড বডি'র ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই লাইক আর কমেন্টের বন্যা বয়ে যায়। ফেসবুক আর ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা অগুনতি।

পুলিশে যোগ দেয়ার আগে কোলেসজার বিকিনি বডি বিল্ডিার ছিলেন। এই পেশায় আসার পরও শরীরচর্চাটা বাদ দেননি। আর এটাই তার 'হট' ফিগারের রহস্য বলে জানালেন অ্যাড্রিয়েনে কোলেসজার।
0 awesome comments!
Scroll to Top