মাতাল তরুণীর কাণ্ড
মুম্বাইয়ের আন্ধেরি থানায় এসে মদ পান করে চাঞ্চল্য সৃষ্টি করেছে এক তরুণী। ওই তরুণী কখনো তার নাম বলছেন সোনিয়া যাদব আবার কখনো রিনা খান।
জানা গেছে, গত রোববার সন্ধ্যায় দাদর থেকে মদ্যপ অবস্থায় আন্ধেরি আসেন সোনিয়া। সেখানে একটি আভিজাত হোটেলে ঢুকতে গেলে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তাকে আটকে দেয়। এরপরই ওই তরুণী নালিশ জানাতে গিয়ে হাজির হন থানায়।
সেখানে গিয়ে তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং পুলিশ কর্মকর্তাদের সামনেই মদের বোতলে চুমুক দিচ্ছেলেন। কোনোভাবেই পুলিশ কর্মকর্তারা তাকে শান্ত করতে পারছিলেন না। উল্টো উপস্থিত পুলিশদের গালমন্দও করতে থাকেন। তার কীর্তিতে হতভম্ব পুলিশকর্মীদের আবার ভয় না পাওয়ার জন্যও আশ্বস্ত করেন ওই তরুণী।
অবশেষে মদ্যপ ওই তরুণীকে পুলিশ আটক করে। সেই সঙ্গে থানায় এসে দিদিগিরি করার জন্য ১২শ রুপি জরিমানাও করা হয়। সেই পুরো ঘটনাটিই ধরা পড়ে একটি ভিডিওতে।
মুম্বাইয়ের আন্ধেরি থানায় এসে মদ পান করে চাঞ্চল্য সৃষ্টি করেছে এক তরুণী। ওই তরুণী কখনো তার নাম বলছেন সোনিয়া যাদব আবার কখনো রিনা খান।
জানা গেছে, গত রোববার সন্ধ্যায় দাদর থেকে মদ্যপ অবস্থায় আন্ধেরি আসেন সোনিয়া। সেখানে একটি আভিজাত হোটেলে ঢুকতে গেলে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তাকে আটকে দেয়। এরপরই ওই তরুণী নালিশ জানাতে গিয়ে হাজির হন থানায়।
সেখানে গিয়ে তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং পুলিশ কর্মকর্তাদের সামনেই মদের বোতলে চুমুক দিচ্ছেলেন। কোনোভাবেই পুলিশ কর্মকর্তারা তাকে শান্ত করতে পারছিলেন না। উল্টো উপস্থিত পুলিশদের গালমন্দও করতে থাকেন। তার কীর্তিতে হতভম্ব পুলিশকর্মীদের আবার ভয় না পাওয়ার জন্যও আশ্বস্ত করেন ওই তরুণী।
অবশেষে মদ্যপ ওই তরুণীকে পুলিশ আটক করে। সেই সঙ্গে থানায় এসে দিদিগিরি করার জন্য ১২শ রুপি জরিমানাও করা হয়।

এক উড়ালে দীর্ঘ সময় ধরে আকাশে থেকে রেকর্ড গড়েছে এমিরেটস…
অন্তত চারশ' মানুষের রক্তে হাত রাঙিয়েছেন তিনি। ব্রিটেনের মোস্ট ওয়ান্টেড…
ভারতের মুম্বাই শহরে মাত্রাতিরিক্ত অ্যালকোহল পানের পর এক নারী গাড়ি…
গরমে বা ঠাণ্ডায় সামান্য সর্দি-কাশি সহ্য করতে না পেরে আমারা…
দশ দিনে দুই রাজ্য, দু’টি দেশ আর আড়াই হাজার কিলোমিটার… 