অন্তঃসত্ত্বাকে নগ্ন করে চিকিৎসকের সেলফি
এক নারী চিকিৎসক প্রসব বেদনায় কাতর এক নারীর নগ্ন ছবি তুলে রাখতে চেয়েছিলেন। মূলত ওই চিকিৎসক নারীর সন্তান জন্মদানের মুহূর্তটুকু মোবাইল সেলফি হিসেবে ধরে রাখার ইচ্ছা হয়েছিল। তিনি তা করতেও পেরেছিল। কিন্তু এজন্য তাকে খোয়াতে হলো নিজের চাকরিটা। কারণ তিনি ওই সেলফি সামাজিক মাধ্যমগুলোতে ছেড়েছিলেন যার ফলে তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ফলশ্রুতিতে কর্তৃপক্ষের রোষানলে পড়ে চাকরি গেলো তার।
জানা গেছে, প্রসব যন্ত্রণায় কাতর নারীকে পেছনে রেখে সেলফি তোলেন ওই চিকিৎসক। একটি হাত দিয়ে 'ভি' চিহ্ন দেখিয়ে ও অন্য হাতে গর্ভবতী নারীর পেটের নিচে হাত ঢুকিয়ে সন্তানের জন্ম দিতে ব্যস্ত ছিলেন ওই নারী চিকিৎসক। আর ওই মুহুর্তটুকু ক্যামেরাবন্দি করেন আরেকজন। যেখানে দেখা গেছে, যখন এমন ঘটনা ঘটছে, তখন প্রসব যন্ত্রণায় ছটফট করছেন অন্তঃসত্ত্বা নারীটি।
মালয়েশিয়ার জহর বাহরু নামে একটি হাসপাতালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। ফেসবুকে পোস্টটি ছড়িয়ে যাওয়ার হওয়ার পরই বরখাস্ত করা হয় ওই চিকিৎসককে। এছাড়া সরকারি প্রশাসনের পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্তেরও নির্দেশ দেয়া হয়েছে। অপারেশন রুমে কে ছবিটি তুলে ছিল তাও তদন্ত করে দেখছে পুলিশ।

বেড়াতে গিয়ে সুন্দরী নর্তকীর আবেদন ফেলতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট।…
সেতুটিকে দেখলে অনেকে রোলারকোস্টার ভেবে ভুল করেও ফেলতে পারেন। কারণ,…
বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা ও অাইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নানান পোষা…
কোন মা-ই বা চায় ছেলের মলিন মুখ দেখতে! অন্য বাচ্চারা…
মানুষের যৌনাচার যে কত বিচিত্রগামী হতে পারে, তার দৃষ্টান্ত দুনিয়া… 