0 awesome comments!
কোনো 'এক্সকেই' দাওয়াত দেননি বিপাশা
আগামী ৩০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলিউডের হট সেলিব্রেটি যুগল বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। বিয়ের অনুষ্ঠান সামনে রেখে ইতোমধ্যে জোরোশোরে প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে চলতি মাসের শুরুতেই নাকি বিয়ের দাওয়াতপত্র বিতরণ শুরু করেছেন বিপাশা ও করণ। বিপাশার অতিথির তালিকায় বলিউডের বেশ কয়েকজন শীর্ষ সেলিব্রেটি থাকছেন বলে জানা গেছে।
তবে অতিথির তালিকায় নাকি তার সাবেক বয়ফ্রেন্ড মিলিন্ড সোমান, হারমান বায়েজা, জন আব্রাহাম ও ডিনো মোরেয়ার কেউ-ই নেই! তবে সাবেক হলেও এখনো ঘনিষ্ঠ বন্ধু ডিনো দাওয়াত না পেলেও বিয়ের অনুষ্ঠানে থাকতে পারেন বলে একটি সূত্র জানায়। স্থানীয় সেলিব্রেটিবিষয়ক ওয়েবসাইট ডিএনএডটকম তাদের এক প্রতিবেদনে একথা জানায়। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
তবে অতিথির তালিকায় নাকি তার সাবেক বয়ফ্রেন্ড মিলিন্ড সোমান, হারমান বায়েজা, জন আব্রাহাম ও ডিনো মোরেয়ার কেউ-ই নেই! তবে সাবেক হলেও এখনো ঘনিষ্ঠ বন্ধু ডিনো দাওয়াত না পেলেও বিয়ের অনুষ্ঠানে থাকতে পারেন বলে একটি সূত্র জানায়। স্থানীয় সেলিব্রেটিবিষয়ক ওয়েবসাইট ডিএনএডটকম তাদের এক প্রতিবেদনে একথা জানায়। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
Published in
Banglatainment