১২ হাজার শয্যাসঙ্গী তার!
লোকটির টাকা আছে, সেই সঙ্গে আছে নারীর প্রতি প্রবল দুর্বলতা। আর এই দুয়ে মিলে তিনি যা ঘটালেন তা বিষ্ময়করই বলা চলে। এ পর্যন্ত ১২ হাজার নারীর সঙ্গে মিলিত হয়েছেন অর্থের বিনিময়ে। সম্প্রতি ফিলিপাইনে ১৩ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে মিলিত হওয়ার সময় দেশটির পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর পুলিশের কাছে নিজের সম্পর্কে সবকিছু জানান ৬৪ বছরের উহেই তাকাশিমা।
তাকাশিমা বলেন, তিনি যাদের সঙ্গে মিলিত হন তাদের ছবি তুলে সেগুলো অ্যালবামে বাঁধাই করে রাখেন। তার সংগ্রহে এ পর্যন্ত ৪শ' অ্যালবাম জমা পড়েছে। তিনি স্মৃতি রোমন্থনের জন্য শয্যাসঙ্গীদের ছবি সংগ্রহ করে থাকেন। পরে মাঝে মাঝে তা উল্টে-পাল্টে দেখেন।
তিনি আরও জানান, ১৯৮৮ সাল থেকে তিনি অর্থের বিনিময়ে ১২ হাজার নারীর সঙ্গে মিলিত হয়েছেন। এ জন্য বছরে তিনবার তিনি ভ্রমণে বের হতেন। তার বেশিরভাগ শয্যাসঙ্গীর বয়স ১৮'র নিচে। গত ২৭ বছরে তিনি মোট ৬৫ বার ভ্রমণ করেন।

শ্রীলংকার এক দম্পতি দেশটির রাজধানী কলম্বোর ইন্ডিপেন্ডেন্স স্কয়ারে রোমান্স করার…
মহিলাদের গাড়ি চালানোর ওপর ফতোয়া জারি ছিল সৌদি আরবে। এবার…
শিক্ষিকার বিকিনি পরে নাচের ভিডিও দেখে অভিযোগ জানালেন অভিভাবকরা। তারই…
খাটো স্কার্ট পরে স্কুল আসায় আমান্ড ডারবিন নামের ১৭ বছরের…
একটি সুন্দর প্রেমের সম্পর্ক রজায় রাখা প্রতিটা মানুষের জন্যই গুরুত্বপূর্ণ।… 