১২ হাজার শয্যাসঙ্গী তার!

Rate this item
(1 Vote)

লোকটির টাকা আছে, সেই সঙ্গে আছে নারীর প্রতি প্রবল দুর্বলতা। আর এই দুয়ে মিলে তিনি যা ঘটালেন তা বিষ্ময়করই বলা চলে। এ পর্যন্ত ১২ হাজার নারীর সঙ্গে মিলিত হয়েছেন অর্থের বিনিময়ে। সম্প্রতি ফিলিপাইনে ১৩ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে মিলিত হওয়ার সময় দেশটির পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর পুলিশের কাছে নিজের সম্পর্কে সবকিছু জানান ৬৪ বছরের উহেই তাকাশিমা।

তাকাশিমা বলেন, তিনি যাদের সঙ্গে মিলিত হন তাদের ছবি তুলে সেগুলো অ্যালবামে বাঁধাই করে রাখেন। তার সংগ্রহে এ পর্যন্ত ৪শ' অ্যালবাম জমা পড়েছে। তিনি স্মৃতি রোমন্থনের জন্য শয্যাসঙ্গীদের ছবি সংগ্রহ করে থাকেন। পরে মাঝে মাঝে তা উল্টে-পাল্টে দেখেন।

তিনি আরও জানান, ১৯৮৮ সাল থেকে তিনি অর্থের বিনিময়ে ১২ হাজার নারীর সঙ্গে মিলিত হয়েছেন। এ জন্য বছরে তিনবার তিনি ভ্রমণে বের হতেন। তার বেশিরভাগ শয্যাসঙ্গীর বয়স ১৮'র নিচে। গত ২৭ বছরে তিনি মোট ৬৫ বার ভ্রমণ করেন।

0 awesome comments!
Scroll to Top