প্রতি মাসে প্রেমিকাকে গাড়ি উপহার, অতঃপর !
কুয়েতের এক প্রেমিক প্রতি মাসেই একটি করে বিলাসবহুল গাড়ি উপহার দিতেন প্রেমিকাকে। সম্প্রতি এই প্রেমিক ট্রাফিক পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। অপরাধ- এ পর্যন্ত তিনি তার প্রেমিকাকে যতগুলো গাড়ি উপহার দিয়েছেন তার সবগুলোই চোরাই গাড়ি।
কুয়েতের আল আহমাদি এলাকায় প্রেমিকাকে চড়িয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় অভিনব ও বিলাসবহুল গাড়িটি ট্রাফিক পুলিশের নজরে আসে। এতে পুলিশ গাড়িটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে প্রেমিকা জানান, এটা তাকে উপহার দিয়েছেন তার প্রেমিক। প্রতি মাসেই তিনি তাকে একটি গাড়ি দেন।
পরে পুলিশ তাকে জানায়, এটি চুরি করা গাড়ি। এতে মর্মাহত প্রেমিকা চোর প্রেমিকের বিষয়ে বিস্তারিত জানিয়ে পুলিশকে সহযোগিতা করেন। ওই প্রেমিকা বলেন, তিনি জানতেন তার প্রেমিক মিলিওনিয়ার। তাই প্রতি মাসে তাকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দেয়াটাও ছিলো তার একটি বিলাসবহুল খেয়ালিপনা।
তিনি জানান, প্রতি মাসেই নতুন একটি গাড়ি চালাতে চালাতে সে আমার কাছে আসতো। আর একটি বাক্সবন্দি গাড়ির চাবি তুলে দিতো আমার হাতে।

আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় আলু অন্যতম। আলুতে আছে প্রচুর পরিমাণে…
প্রেম মানে না উচুঁ-নিচু, মানে না ভেদাভেদ। শুধু সিনেমার নায়ক-নায়িকার…
অপ্রাপ্ত বয়স্ক বালকরা পর্নো ছবিতে মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছে। এক্ষেত্রে…
চুইংগাম পরিস্কার করার জন্য মাসে এক লাখ ৮৩ হাজার টাকা…
সমুদ্রে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচতে একটি মার্কিন পরিবারের কাছে… 