0 awesome comments!
এটিএম থেকে বের হয় স্বর্ণ (ভিডিও)
এটা আর পাঁচটা এটিএম-এর মত নয়। আমরা যেমন কার্ড পাঞ্চ করলেই, নিয়ম মেনে মেশিন থেকে টাকা বের হয়, ঠিক তেমনটা হয় না এই এটিএম-এ।
আবুধাবির এক হোটেলে বেশ কয়েক বছর ধরেই আছে এক গোল্ড বার এটিএম। যেখানে টাকা দিলেই বের হয় স্বর্ণ। আমরা যেমন স্বর্ণের দোকানে গিয়ে স্বর্ণ কিনি, এই হোটেলে তেমন স্বর্ণ কেনা যায় এটিএম মেশিন দিয়ে।
এই গোল্ড বার মেশিনের এক প্লেটে টাকা রাখতে হয়। কিছুক্ষণ পর টাকা মেশিনের মধ্যে ঢুকে যাওয়ার পর, ওই টাকায় যত টাকা স্বর্ণ পাওয়া যায়, ততটাই বের হয় সেই মেশিন থেকে। অনেকেই এই মেশিনের সামনে লাইন দিয়ে স্বর্ণ কেনেন।
ভিডিও দেখতে ক্লিক করুন
Published in
Khobor Tobor